কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনলাইন পোর্টাল চালু, কবে থেকে রেজিস্ট্রেশন শুরু?

কলকাতা: ফি বছর কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতার অভিযোগ সামনে আসে। সেই সমস্যা মিটিয়ে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালু করল রাজ্যের উচ্চশিক্ষা…

কলকাতা: ফি বছর কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতার অভিযোগ সামনে আসে। সেই সমস্যা মিটিয়ে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালু করল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। বুধবার এ সংক্রান্ত বিষয় সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

 

 

বুধবার কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল চালু করা হল। এদিন পোর্টালের উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২৪ জুন থেকে ভর্তির আবেদন করা যাবে। দেশ বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৭ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। এই পোর্টালের মাধ্যমে রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে স্নাতক স্তরে ৭,২১৭টি কোর্সে ভর্তি প্রক্রিয়া চলবে। আবেদনের জন্য কোনও টাকা লাগবে না৷ যদিও কেন্দ্রীয় অনলাইন ভর্তি প্রক্রিয়ার মধ্যে থাকছে না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়,স্বশাসিত কলেজ,সংখ্যালঘু কলেজ,বিএড,ফাইন আর্টস, পারফর্মিং আর্টস,ক্রাফ্টস,নৃত্য,সঙ্গীত কলেজের কোর্স/প্রোগ্রাম।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *