NRC বিতর্ক বাড়িয়ে বাংলায় শুরু কেন্দ্রের নয়া সমীক্ষা

এনআরসি ও এনপিআর বিতর্কের মাঝে বাংলায় শুরু হল এনএসও’র আর্থসামাজিক সমীক্ষার কাজ৷ কোথায়, কতদিন, নাগরিকরা বসবাস করছেন তা নিয়ে শুরু হয়েছে সমীক্ষা৷ কোনও ব্যক্তি অন্য কোনও জায়গা থেকে এসেছেন কি না তাও জানতে চাওয়া হতে পারে কেন্দ্রের নয়া সমীক্ষায়৷

কলকাতা: এনআরসি ও এনপিআর বিতর্কের মাঝে বাংলায় শুরু হল এনএসও’র আর্থসামাজিক সমীক্ষার কাজ৷ কোথায়, কতদিন, নাগরিকরা বসবাস করছেন তা নিয়ে শুরু হয়েছে সমীক্ষা৷ কোনও ব্যক্তি অন্য কোনও জায়গা থেকে এসেছেন কি না তাও জানতে চাওয়া হতে পারে কেন্দ্রের নয়া সমীক্ষায়৷

শুধু তাই নয়, বাসিন্দাদের জন্ম তারিখের  মতো গুরুত্বপূর্ণ তথ্যও এই সমীক্ষা মধ্যে আনা হয়েছে৷ বাসিন্দাদের কাছ থেকে সেই তথ্যও জানতে চাওয়া হচ্ছে বলে খবর৷ সূত্রের খবর, নমুনা সংগ্রহের জন্য কর্মীরা বাড়িতে গিয়ে এই সমীক্ষা করবেন৷ কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান মন্ত্রকের এই কাজ চলছে বলে খবর৷

কী এই এনএসও? কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান মন্ত্রকের অধীনে এই এনএসও বা ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস সমীক্ষা করছে৷ বাংলা সহ গোটা দেশেই এই সমীক্ষা চলছে৷ সমীক্ষা এক বছর ধরে চলবে বলে খবর৷

এনএসও এক আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই সমীক্ষার সঙ্গে এনআরসি ও এনপিআর মেলালে চলবে না৷ কেননা, ১৯৫০ সাল থেকে এই সমীক্ষা হয়ে আসছে৷ এই সমীক্ষায় নথি যাচাইয়ের কোনও বিষয় নেই৷ মৌখিক ভাবে সমীক্ষা করা হয়ে থাকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *