কলকাতা: ‘বাংলা নিজের মেয়েকে চায়’, এই স্লোগান পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের মাস্টার স্ট্রোক ছিল। বলা যায় কার্যত এই স্লোগানের জোরেই বিজেপিকে পর্যুদস্ত করতে পেরেছে ঘাসফুল শিবির। বিধানসভা নির্বাচনের পর এবার তৃণমূল কংগ্রেসের লক্ষ্য আসন্ন উপনির্বাচন। এই উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তার জন্য নতুন স্লোগান নিয়ে এসে প্রচার শুরু করে দিয়েছে জোড়া ফুল শিবির।
ভবানীপুর উপনির্বাচন কেন্দ্রের জন্য তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান, ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’। এই স্লোগান তৈরি হয়েছে তৃণমূলের শাখা সংগঠন জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে। ইতিমধ্যে এই স্লোগান সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার পড়ে গিয়েছে। উপনির্বাচন কবে হবে তা এখনও ঘোষণা না হলেও ইতিমধ্যেই এই পোস্টার এবং স্লোগান দিয়ে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এ বছরের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হননি, তিনি হয়েছিলেন নন্দীগ্রাম কেন্দ্রে। ভবানীপুরে প্রার্থী হয়েছিলেন শোভন দেব চট্টোপাধ্যায় যিনি জয়ী হয়েছিলেন। কিন্তু নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পর শোভন দেব চট্টোপাধ্যায় নিজের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন যার ফলে ভবানীপুরে উপনির্বাচন সংঘটিত হবে। এই উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হবেন বলে কার্যত ঠিক হয়ে গিয়েছে, যদিও এখনও চূড়ান্ত ঘোষণা কিছু হয়নি। তবে প্রচারে কোনো খেদ রাখতে রাজি নয় শাসক দল।
আরও পড়ুন- ‘উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল’, মুকুলের মুখে উলোট পুরাণ!
পশ্চিমবঙ্গে উপনির্বাচন নিয়ে ইতিমধ্যেই জোর দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বারং বার বলা হচ্ছে যে রাজ্যে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই তাড়াতাড়ি যেন উপনির্বাচন সংঘটিত হয়ে যায়। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রত্যেকেই বলেছেন, রাজ্যের পরিস্থিতি নির্বাচনের জন্য অনুকূল তাই শীঘ্রই উপনির্বাচন হওয়া উচিত। এক্ষেত্রে একাধিকবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। যদিও এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপনির্বাচন সংক্রান্ত কোনো রকম ঘোষণা করা হয়নি। তবে উপনির্বাচন সংগঠনের বিরোধিতা করেছে বিজেপি শিবির কারণ তাদের মতে রাজ্য লোকাল ট্রেন চালাতে পারছে না করোনাভাইরাস পরিস্থিতির জন্য, এদিকে উপনির্বাচন চাওয়া হচ্ছে তাদের তরফে।