রথযাত্রার নতুন সূচি বিজেপির, নবান্নে গেলেও জমা হল না চিঠি

কলকাতা: পরিবর্তিত পরিস্থিতিতে ৪০ দিনের প্রস্তাবিত রথযাত্রা কর্মসূচিকে কমিয়ে ১০ দিনে নামিয়ে আনল বিজেপি। বুধবার দলের তরফে নয়া সূচির বিস্তারিত তথ্য নবান্নে জমা দিতে যান বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তাঁর অভিযোগ, প্রায় ৪০ মিনিট বসিয়ে রেখে শেষমেশ চিঠি জমা নেওয়ার লোক নেই বলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। গেরুয়া শিবিরের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে এই

91aca955a1d47dd2aec397237f934e5d

রথযাত্রার নতুন সূচি বিজেপির, নবান্নে গেলেও জমা হল না চিঠি

কলকাতা: পরিবর্তিত পরিস্থিতিতে ৪০ দিনের প্রস্তাবিত রথযাত্রা কর্মসূচিকে কমিয়ে ১০ দিনে নামিয়ে আনল বিজেপি। বুধবার দলের তরফে নয়া সূচির বিস্তারিত তথ্য নবান্নে জমা দিতে যান বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তাঁর অভিযোগ, প্রায় ৪০ মিনিট বসিয়ে রেখে শেষমেশ চিঠি জমা নেওয়ার লোক নেই বলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়।

গেরুয়া শিবিরের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে এই চিঠি নিয়ে নতুন যাত্রার বিস্তারিত তথ্য জমা দিতে যাওয়া হয়েছিল। তা জমা না নিলে পরোক্ষভাবে আদালত অবমাননার দায় বর্তাবে রাজ্যের ঘাড়ে। কেননা, দেশের সর্বোচ্চ আদালত মঙ্গলবারের রায়ে সাফ জানিয়েছে, রথযাত্রার জন্য রাজ্য সরকার একাধিক আশঙ্কার কথা জানিয়েছে। সেই কথা মাথায় রেখে মামলাকারী (বিজেপি) যাত্রার নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারে। রাজ্য সরকারকে দ্রুততার সঙ্গে এ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে রাজ্যকে একটি বিষয় মাথায় রাখতে হবে, তা হল যে কোনও রাজনৈতিক দলের র্যা লি করার মৌলিক অধিকার রয়েছে। সেই সূত্রেই ২০ জানুয়ারি রাজ্যের চারপ্রান্ত থেকে চারটি রথ বের করার নয়া সিদ্ধান্তের কথা এদিনের চিঠিতে লেখা হয়েছে। কোচবিহার, কৃষ্ণনগর, সাগর এবং হলদিয়া থেকে এই রথ বের করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *