খাদ্য সুরক্ষা বিভাগে বেআইনি নিয়োগের অভিযোগ! মিলছে না রেকর্ড

খাদ্য সুরক্ষা বিভাগে বেআইনি নিয়োগের অভিযোগ! মিলছে না রেকর্ড

কলকাতা: আবার বেআইনি নিয়োগ নিয়ে অভিযোগ উঠল রাজ্যে। এবার জেলা খাদ্য সুরক্ষা বিভাগে অবৈধ নিয়োগের অভিযোগ উঠেছে। দাবি করা হয়েছে, প্যানেল প্রকাশ না করেই ইন্সপেক্টর পদে নিয়োগ করা হয়েছে, এমনকি ইন্টারভিউ পর্যন্ত নেওয়া হয়নি। প্রথমে স্যাটে মামলা হয়েছিল তারপর সেখানে মামলা নিষ্পত্তি হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মামলাকারী। আদালতে ভর্ৎসনার মুখে পড়েন ল অফিসাররা। 

যে অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে স্যাটে দায়ের করা মামলায় রাজ্য জানিয়েছিল, চার জনকে নিয়োগ দেওয়া হলেও মামলাকারী অসুস্থ ছিল, তাই তাকে নিয়োগ দেওয়া হয়নি। তবে রেকর্ড চাওয়া হলে তা দিতে পারেনি রাজ্য। বলা হয়, রেকর্ড মিসিং, তদন্ত কমিটি গড়া হয়েছে এই কারণে। স্যাট মামলা নিষ্পত্তি করে দিলে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেখানে এদিন বিচারপতি দেবাংশু বসাক রেকর্ড সহ তলব করেন অফিসারদের। কেন রেকর্ড থাকবে না তা জানতে চান তিনি। অফিসারদের দায়িত্বজ্ঞানহীন বলেও ধমক দেন তিনি। পাশাপাশি প্যানেল প্রকাশ না করে কী ভাবে নিয়োগ হল তা জানতে স্বাস্থ্য সচিবকে রিপোর্ট ফাইল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। 

ঘটনা হল, ২০১৯ সালের বিজ্ঞপ্তি অনুসারে ৩০ জনের নিয়োগ পাওয়ার কথা ছিল উক্ত পদে। কিন্তু মামলাকারীর দাবি, আপাতত এমন চার জনের হদিস তিনি পেয়েছেন যাদের প্যানেল বের না করেই নিয়োগ করা হয়েছে। অর্থাৎ বেআইনিভাবে যে আরও একাধিক নিয়োগ হয়ে থাকতে পারে তার আশঙ্কা রয়েই গেল। এখন দেখা যাক আগামী দিনে এই ইস্যুতে নতুন কী তথ্য সামনে আসে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =