কলকাতা: রবিবার শহীদ মিনার চত্বরে সভা করে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবারই মিনার চত্বর গঙ্গাজল এবং রাসায়নিক পদার্থ দিয়ে ধুয়ে দিল ছাত্র পরিষদ এবং এস এফ এই। বাম-কংগ্রেস ছাত্র দল এই কর্মসূচির নাম দিয়েছে করোনা ভাইরাসের বিরুদ্ধে অভিযান।
প্রসঙ্গত, রবিবারে অমিত শাহ শহরে ভাষণ দেন। তিনি নাগরিকত্ব সংশোধনী আইনের সপক্ষে জোরাল ভাষণ দেন। এছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুধ্যে 'আর নয় অন্যায়' কর্মসুচির সূচনা করেন।
শাহ'র ভাষণ চলাকালীন অনেক পক্ষই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ক্ষোভ দেখিয়েছে। তবে, বঙ্গরাজনীতিতে যেখানে নোংরা কথা বার্তার ছড়াছড়ি, সেখানে করোনা ভাইরাসের মত সাম্প্রতিক পরিস্থিতিকে নিয়ে এক প্রচার করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বাম-কং ছাত্ররা।
অমিত শাহ রাজ্যে আসার পর রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্ন একটাই, এত সব কিছু করেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিজেদের বিশ্বাস যোগ্যতা প্রমান করতে পারলো কী রাজ্য বিজেপি? বাম-কংগ্রেস বিজেপি এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতায় কতটা প্রাসঙ্গিকতা পেল। মোদী সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয়বার অমিত শাহ'র মুখোমুখি হয়েছেন মমতা। কংগ্রেস-সিপিএম সেখানে সেটিংয়ের ছক দেখছেন।