সরকারি দপ্তরের কেনাকাটায় নয়া পোর্টাল রাজ্যের

কলকাতা: যা কিছু কেনাকাটা সবই প্রায় অনলাইনেই করতে হবে বলে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে৷ ই-মার্কেট নামক পোর্টালে ঢুকে তা করতে হবে৷ কিন্তু তা করার জন্য যিনি এই পোর্টালে ঢুকবেন, তাঁর সরকারি ই-মেল আইডি থাকতে হবে৷ কিন্তু রাজ্যের সরকারি এবং সরকার পোষিত কলেজের অধ্যক্ষ কিংবা অন্য কারও তা নেই৷ ফলে সেই কেনাকাটার ক্ষেত্রে বাধা তৈরি হয়েছে৷

সরকারি দপ্তরের কেনাকাটায় নয়া পোর্টাল রাজ্যের

কলকাতা: যা কিছু কেনাকাটা সবই প্রায় অনলাইনেই করতে হবে বলে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে৷ ই-মার্কেট নামক পোর্টালে ঢুকে তা করতে হবে৷ কিন্তু তা করার জন্য যিনি এই পোর্টালে ঢুকবেন, তাঁর সরকারি ই-মেল আইডি থাকতে হবে৷ কিন্তু রাজ্যের সরকারি এবং সরকার পোষিত কলেজের অধ্যক্ষ কিংবা অন্য কারও তা নেই৷ ফলে সেই কেনাকাটার ক্ষেত্রে বাধা তৈরি হয়েছে৷

উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিকদের বৈঠকে ঠিক হয়েছে, প্রত্যেক সরকারি কলেজের জন্য একটি সরকারি মেল তৈরি করে দেওয়া হবে৷ সরকার পোষিত কলেজের জন্য এই মেল তৈরি করে দেওয়ার আবেদন করা হবে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারকে (এনআইসি)৷ সরকারি মেল কী? কোনও কিছুর মেল আইডি’র শেষে @gov.in বা @nic.in থাকা মানেই সেটি সরকারি ইমেল আইডি৷ ই-মার্কেটের মাধ্যমে কেনাকাটার জন্য এই ইমেল থাকা বাধ্যতামূলক বলেই দপ্তর সূত্রে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =