'কালীঘাটের কাকু'র চিকিৎসা আদৌ কোথায়? ইডিকে বিশেষ নির্দেশ

কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র অসুস্থ হলেও সরকারি হাসপাতালে চিকিৎসা চান না। কোনও বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা করাতে আবেদন করেছেন। কিন্তু কলকাতা হাইকোর্টে এই নিয়ে আপত্তি তোলে তদন্তকারী সংস্থা ইডি, যা নিয়ে তাদের আদালতের প্রশ্নের মুখেও পড়তে হয়। এই মামলায় বিচারপতির নির্দেশ, ইডি মেডিক্যাল বোর্ড গঠন করে সুজয় কৃষ্ণ ভদ্রের জরুরি কোনও অপারেশনের প্রয়োজন আছে কিনা খতিয়ে দেখবে। আসলে এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা সুজয়ের শারীরিক অবস্থার বিষয়ে অপারেশনের পরামর্শ দিয়েছেন। সুজয় কৃষ্ণ সেই অপারেশন কোনও বেসরকারি হাসপাতালে করাতে চান।
এদিন এই মামলার শুনানিতে বিরোধী আইনজীবী অবশ্য দাবি করেন, যে কোনও নাগরিকের নিজের পছন্দের জায়গায় চিকিৎসা করানোর অধিকার আছে। এরপরই আদালত ইডিকে বিশেষ ওই নির্দেশ দিয়েছে। এও জানানো হয়েছে, আগামী ৯ আগস্ট আদালতে রিপোর্ট দিতে হবে তাদের। একই সঙ্গে ইডির অফিসারদেরকে এসএসকেএম হাসপাতালের সুপারের সঙ্গে সহযোগিতা করতে হবে। প্রসঙ্গত, সুজয়কৃষ্ণ ভদ্র ৩০ মে গ্রেফতারের পর দু'দফায় প্যারোল পেয়েছেন স্ত্রীর মৃত্যুর কারণে। আপাতত ইডির হেফাজতে আছেন তিনি।
আসলে বেসরকারি হাসপাতালে আপত্তি নিয়ে ইডির বক্তব্য ছিল, বেসরকারি হাসপাতালে চিকিৎসা হলে ১৬ দিন প্যারোলে মুক্ত থাকবেন সুজয়কৃষ্ণ ভদ্র। তার পর ফের এসএসকেএমে চলে যাবেন কোনও অজুহাত দিয়ে। পার্থ চট্টোপাধ্যায়ের সময়েও একই বক্তব্য ছিল। তিনিও নাকি ভীষণ অসুস্থ ছিলেন।