রাজ্যে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি ‘আই ওয়াশ’, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

রাজ্যে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি ‘আই ওয়াশ’, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

কলকাতা: নতুন করে রাজ্যের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ‘আই ওয়াশ’ ছাড়া কিছু নয়৷ শুক্রবার রাজ্যের নিয়োগ বিজ্ঞপ্তি প্রসঙ্কে এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷  ৫ মে নবান্ন থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে ঘোষণা করেছিলেন, সেটাই কার্যতর করা হয়৷ বৃহস্পতিবার রাতে রাজ্যে শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে স্কুলশিক্ষা দফতর। মুখ্যমন্ত্রীর নির্দেশে সব বিষয় মিলিয়ে ৬,৮৬১ টি নতুন পদ তৈরি করা করা হয়৷ কিন্তু এসএসসি’প পাহার প্রমাণ দুর্নীতির মাঝে নতুন করে এই নিয়োগ বিজ্ঞপ্তিকে রাজ্যের ‘আই ওয়াশ’ বলেই জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ 

আরও পড়ুন- নিয়োগ ঘোষণার পরেও বিতর্ক, ‘বিভাজন নীতি’ দেখছে আন্দোলনকারীরা

একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় মুখ পুড়েছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর৷ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট৷ এরই মধ্যে স্কুলে ৬,৮৬১ টি নয়া পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। কমিশনের প্যানেলে ওয়েটিং লিস্টে (শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ) থাকা প্রার্থীদের এই সকল পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে৷ 

বৃহস্পতিবার রাজ্য স্কুল দফতরের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিশন স্কুলে শিক্ষক ও অশিক্ষক পদে কর্মী নিয়োগের জন্য অতিরিক্ত পদ তৈরি করেছে। ৬,৮৬১ টি নয়া পদ তৈরির প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। কোন ক্ষেত্রে কতগুলি শূন্যপদ তৈরি করা হয়েছে, বিজ্ঞপ্তিতে সে বিষয়ে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে৷