বকেয়া মহার্ঘভাতা ইস্যুতে নয়া বার্তা মুখ্যমন্ত্রীর

বোলপুর: বকেয়া মহার্ঘভাতা ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার ইলামবাজার কামারপাড়া ময়দানে জনসভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে বলেন, ‘‘এখন দেখছি, সরকারি কর্মচারীরা শুধু দাও, দাও করছে৷ কিন্তু, বলি এখন দাও দাও করে কী লাভ৷ ৩৪ বছরে দাউনি কেন? কেন তোমাদের চোখ নেই৷ কেনে শোনো না৷ কাজ না

বকেয়া মহার্ঘভাতা ইস্যুতে নয়া বার্তা মুখ্যমন্ত্রীর

বোলপুর: বকেয়া মহার্ঘভাতা ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার ইলামবাজার কামারপাড়া ময়দানে জনসভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে বলেন, ‘‘এখন দেখছি, সরকারি কর্মচারীরা শুধু দাও, দাও করছে৷ কিন্তু, বলি এখন দাও দাও করে কী লাভ৷ ৩৪ বছরে দাউনি কেন? কেন তোমাদের চোখ নেই৷ কেনে শোনো না৷ কাজ না করে শুধু দাও, দাও!’’

রাজ্য সরকারি কর্মীদের DA ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘‘এদের সঙ্গে জুটেছে বিজেপি৷ বলছে, টাকা বাড়াও, টাকা বাড়াও৷ কেন্দ্রের হারে মাইনে বাড়াও৷ মুখে বড় বড় কথা৷ রাজ্য থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে৷ সরকারের টাকা লুট করে নিয়ে যাচ্ছে৷ আর বলছে, বেতন বাড়াও৷’’ এদিন শিক্ষকদের বলেন, ‘‘কী শিক্ষকরা মহাশয়রা, এখন আপনারা মাস পয়লা বেতন পান কি না! ঠিক সময়ে পেনশন পান কি না৷ আমরা এটা আপনাদের জন্য করে দিয়েছি৷’’

DA ঘোষণা মুখ্যমন্ত্রীর, ‘প্রতারণা’র অভিযোগ কর্মীদের, কিন্তু কেন?

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + eighteen =