‘আমি বাংলার ছেলে, বাংলার জন্য লড়াই হবে’! তেরঙা হাতে বার্তা শুভেন্দুর!

‘আমি বাংলার ছেলে, বাংলার জন্য লড়াই হবে’! তেরঙা হাতে বার্তা শুভেন্দুর!

93e457e301581a69362cfd7f919ae1cd

তমলুক: বলেছিলেন, সটিক সময়ে জানিয়ে দেবেন তাঁর রাজনৈতিক অবস্থান৷ তারপর কেটে গিয়েছে বেশ কিছু দিন৷ ধেয়ে এসেছে একের পর এক আক্রমণ৷ জট কাটাতে শীর্ষ নেতাদের বৈঠকের পরও মেলেনি সমাধান৷ এবার শহিদ ক্ষুদিরাম বসুর ১৩১ তম জন্মবার্ষিকীতে হাজির হয়ে ‘রাজনৈতিক’ কথা মুখে নিলেন না সদ্য প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী৷‘অরাজনৈতিক’ মঞ্চে ‘রাজনীতি’র কথা না নিলেও ভবিষ্যৎ নিয়ে বাড়ল গুঞ্জন৷ করলেন তাৎপর্যপূর্ণ মন্তব্য৷

আজ কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের শহিদ ক্ষুদিরাম বসুর জন্মবার্ষিকীতে অংশ নেন শুভেন্দু৷ সেখান থেকে সরাসরি তমলুকের কর্মসূচিতে যোগ দেন৷ সেখানেও ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদানের পর তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির উদ্যোগে পদযাত্রায় সামিল হন তিনি৷ পদযাত্রায় শুভেন্দুর হাতে ছিল জাতীয় রপতাকা৷ পদযাত্রা শেষে ‘অরাজনৈতিক’ সভায় সংক্ষিপ্ত ভাষণ দেন শুভেন্দু৷ শহিদ ক্ষুদিরামকে নিয়ে দু’টি বইয়ের প্রকাশে দেন ‘বন্দেমাতরম’ স্লোগান৷ পরে মুখোমুখি হন সাংবাদিকদের প্রশ্নে৷

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷ সেখানে এড়িয়ে যান ‘রাজনৈতিক’ জবাব৷ তবে, নিজের পরিচয় নিয়ে নন্দীগ্রামের বিধায়ক সাংবাদিকদের সাফ জানিয়ে দেন, ‘আমি বাংলার ছেলে৷ আমি ভারতের ছেলে৷’’ নন্দীগ্রাম থেকে নেতাই, সেখানে ঠিক যেভাবে আন্দোলন হয়েছে, এবার ‘বাংলার জন্য লড়াই’ হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *