ইভিএম কেলেঙ্কারি রুখতে নয়া ব্যবস্থা কমিশনের

কলকাতা: তীব্র দাবদাহের মধ্যে দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। পর পর পাঁচটি দফা ভোট পর্ব ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। প্রতিটি দফার শেষেই ভোট কেন্দ্রে ইভিএম বিকলের খবর আসতে থাকে। এই সমস্যার সমাধানে এবার নয়া পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। প্রতিটি ভোট কেন্দ্রে অতিরিক্ত পাঁচ শতাংশ ইভিএম রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। অতিরিক্ত ইভিএম থাকলে ইভিএম বিকল

d3da88acd212ac4a22942466e232c45e

ইভিএম কেলেঙ্কারি রুখতে নয়া ব্যবস্থা কমিশনের

কলকাতা: তীব্র দাবদাহের মধ্যে দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। পর পর পাঁচটি দফা ভোট পর্ব ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। প্রতিটি দফার শেষেই ভোট কেন্দ্রে ইভিএম বিকলের খবর আসতে থাকে। এই সমস্যার সমাধানে এবার নয়া পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। প্রতিটি ভোট কেন্দ্রে অতিরিক্ত পাঁচ শতাংশ ইভিএম রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

অতিরিক্ত ইভিএম থাকলে ইভিএম বিকল হলে তৎক্ষণাৎ সমস্যার সমাধান করা যেতে পারে। বিকল হওয়া মেশিন বদলে নতুন মেশিন দিয়ে দ্রুত ভোট গ্রহণ শুরু করা সম্ভব হবে। এর ফলে বিকল মেশিন ঠিক করার কাজেও সমস্যা দেখা দেবে না। ইতিমধ্যে এই অতিরিক্ত মেশিনগুলি পৌঁছে গেছে ভোট কেন্দ্রে। ইভিএম বিকল হলেও প্রচন্ড গরমে ভোটারদের মেশিন ঠিক না হওয়া পর্যন্ত ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *