রাজ্যে পূর্ণাঙ্গ লকডাউনের নয়া নির্দেশিকা নবান্নের, কোথায় কী ছাড়? দেখুন বিস্তারিত

রাজ্যে পূর্ণাঙ্গ লকডাউনের নয়া নির্দেশিকা নবান্নের, কোথায় কী ছাড়? দেখুন বিস্তারিত

 
কলকাতা:  সোমবার  রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে সপ্তাহে ২ দিন রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন করা হবে। রাজ্যে হু হু করে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। তার মোকাবিলা করতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷ মঙ্গলবার নবান্ন থেকে লকাডাউন ইস্যুতে নয়া নির্দেশিকা জারি করেছে৷ সেখানে কী কী খোলা রাখা যাবে লকডাউনে তা জানানো হয়েছে৷

নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত যাবতীয় কিছু খোলা থাকবে। শুধু তাই নয়,  স্বাস্থ্য কর্মীরা ও রোগীদের যাতাযাতের জন্য সরকারি ও বেসরকারি যান ব্যবহার করা যাবে৷ খোলা থাকবে ওষুধধের দোকান৷ থানা, আদালত, দমকল খোলা থাকবে৷ কল-কারখানা খোলা থাকবে৷ তবে কলকারখানায় নিজস্ব কর্মীদের নিয়ে কাজ করতে হবে৷ বিদ্যুৎ  ও জল সরবারহ এবং সাফাই বিভাগের কাজ কর্ম চালু থাকবে বলে নয়া নির্দেশিকায় জানানো হয়েছে৷

চা বাগানের কাজ স্বাভাবিক থাকবে৷ এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য সরবারহের কাজ স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে৷ ই-কমার্স প্ল্যাটফর্মগুলি তাদের কাজ করে যেতে পারবে বলে জানানো হয়েছে৷ সাংবাদমাধ্যমের কর্মীরা স্বাভাবিক নিয়মে কাজ করতে পারবেন৷ খাবারের হোম ডেলিভারিতে কোনও অসুবিধা হবে না বলে জানানো হয়েছে৷

সোমবার আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতি সপ্তাহে দুটো দিন রাজ্যে কঠোর লকডাউন থাকবে৷ তবে প্রতি সপ্তাহে এই দিন পরিবর্তন হবে বলে জানানো হয়েছে৷ সোমবার বৈঠকের পর সেই সপ্তাহের দিন নির্ধারিত করা হবে৷ চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যে লকডাউন থাকবে৷ আগামী সপ্তাহে একটা দিন বুধবার লকডাউন ঘোষণা করা হলেও আর একটি দিন এখন নির্দিষ্ট করা হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − six =