বাংলার কাঠের পুতুল শিল্প বাঁচাতে নয়া উদ্যোগ রাজ্যের

বাংলার কাঠের পুতুল শিল্প বাঁচাতে নয়া উদ্যোগ রাজ্যের

কলকাতা: এবার কাঠের পুতুল তৈরির শিল্পের জন্য জিআই ট্যাগ পাওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার। বর্ধমানের নতুনগ্রাম এই শিল্পের জন্য বিখ্যাত। জিআই ট্যাগ পেলে শিল্পীদের স্বার্থ সুরক্ষিত হবে। নতুনগ্রামের শিল্পীরা বহু বছর ধরে এই পুতুল তৈরি করে চলেছেন৷ বেশিরভাগ শিল্পী সূত্রধর জনগোষ্ঠীর৷ কাঠ দিয়ে বিভিন্ন বাসন ও আসবাবপত্রও তৈরি করেন তাঁরা৷ 

গত কয়েক বছরে এখানকার হস্তশিল্প সারা দেশের নজর কেড়েছে৷ অনেকেই এই শিল্পীদের তৈরি সামগ্রী কিনতে আগ্রহ প্রকাশ করেছেন৷ রাজ্য সরকারের আয়োজিত বিভিন্ন মেলায় ওনাদের হস্তশিল্প পাওয়া যায়৷
স্থানীয় শিল্পীদের বিশ্বাস এই জিআই ট্যাগ পেলে তাঁদের প্রভূত উপকার হবে৷ সারা বিশ্বে স্বীকৃতি পাবেন তাঁরা৷ এর ফলে আগামী প্রজন্মও এই শিল্প শিখতে আগ্রহী হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 2 =