পুলিশের মেদ ঝরাতে নয়া উদ্যোগ রাজ্যের

কলকাতা: জেলার পুলিশ কর্মীদের শরীরচর্চা ঠিক রাখতে পুরুলিয়ার বিভিন্ন থানায় তৈরি হচ্ছে অত্যাধুনিক জিম৷ মঙ্গলবার বড়দিন উপলক্ষে মানবাজার থানায় নবনির্মিত একটি জিমখানা উদ্বোধন করলেন পুরুলিয়া পুলিশ সুপার আকাশ মাঘারিয়া৷ জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া এদিন বলেন, “পুলিশের কাজে দিন রাত হয় না, ২৪ ঘণ্টা অন ডিউটি৷ সেকারণে শরীর চর্চায় উপরে সেরকম নজর দিতে পারেন না

পুলিশের মেদ ঝরাতে নয়া উদ্যোগ রাজ্যের

কলকাতা: জেলার পুলিশ কর্মীদের শরীরচর্চা ঠিক রাখতে পুরুলিয়ার বিভিন্ন থানায় তৈরি হচ্ছে অত্যাধুনিক জিম৷ মঙ্গলবার বড়দিন উপলক্ষে মানবাজার থানায় নবনির্মিত একটি জিমখানা উদ্বোধন করলেন পুরুলিয়া পুলিশ সুপার আকাশ মাঘারিয়া৷

জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া এদিন বলেন, “পুলিশের কাজে দিন রাত হয় না, ২৪ ঘণ্টা অন ডিউটি৷ সেকারণে শরীর চর্চায় উপরে সেরকম নজর দিতে পারেন না কর্মরত খানার পুলিশ আধিকারিক থেকে পুলিশকর্মীরা৷ আর যার ফলে দিন দিন পুলিশকর্মীদের ভুঁড়ি বেড়ে যাবার ঘটনা ঘটছে৷ অনেক সময় এই ভুঁড়ির জন্য পুলিশ কর্মীদের ফিটনেস নিয়েও প্রশ্ন ওঠে৷ আর সেকথা মাথায় রেখে জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন থানায় গুলিতে তৈরি হচ্ছে অত্যাধুনিক জিম৷” পুলিশ আধিকারিকরা জানিয়েছেন পুরুলিয়ার বরাবাজার, ঝালদা, পুরুলিয়া টাউন সহ একাধিক থানায় তৈরি হয়েছে এই অত্যাধুনিক জিম৷ আগামী দিনে জেলার প্রত্যেকটি থানায় এ ধরনের আধুনিক জিম তৈরি হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + eight =