কলকাতা : পার্ক সার্কাস সেভেন পয়েন্টের যানজট সামাল দিতে নয়া উদ্যোগ। মা উড়ালপুলের নতুন সংযোজনের মাধ্যমে এবার থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট না গিয়েই সরাসরি মা উড়ালপুলে যাওয়া যাবে। শহরের গতি বাড়াতে পরিসর বাড়ল মা উড়ালপুলের। পার্ক সার্কাস সেভেন পয়েন্টের যানজট সামাল দিতে নয়া পদক্ষেপ সরকারের। পার্কসার্কাস ৪ নম্বর ব্রিজ থেকে এজেসি বোস ফ্লাইওভার পর্যন্ত তৈরি হয়েছে মা উড়ালপুলের বাড়তি অংশ। আগে বাইপাস থেকে এজেসি বোস ফ্লাইওভার ধরতে গেলে পার্ক সার্কাসের ৭ পয়েন্ট অতিক্রম করতে হত।
এবার সরাসরি মা উড়ালপুলের ধরে চলে যাওয়া যাবে এজেসি বোস ফ্লাইওভারে। মা উড়ালপুলের নতুন সংযোজনে সুবিধা হবে ২টি বিষয়ে। প্রথমত, এর ফলে এড়ানো যাবে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের যানজট। দ্বিতীয়ত, এতদিন পর্যন্ত পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে মা উড়ালপুলে ওঠার রাস্তা একমুখী ছিল, এবার তা দ্বিমুখী হবে। উড়ালপুলের নতুন অংশের কাজ প্রায় শেষের দিকে। শীঘ্রই খুলে দেওয়া হবে ওই রাস্তা। এই নতুন অংশে যানচলাচল শুরু হলে সময় বাঁচবে অনেকটাই। শহরের এই নতুন সংযোজনে খুশি কলকাতাবাসী।