যেখানে সেখানে আর টিকা কেন্দ্র নয়, বাধ্যতামূলর রেজিস্ট্রেশন, নয়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

যেখানে সেখানে আর টিকা কেন্দ্র নয়, বাধ্যতামূলর রেজিস্ট্রেশন, নয়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

5f9b56beac67ba494c0bcc34b16ed555

কলকাতা:  ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের৷ টিকাকরণ কেন্দ্র করতে গেলে নথিভুক্ত করতে হবে স্বাস্থ্য দফতরে৷ নিতে হবে নির্দিষ্ট নথিভুক্তকরণ নম্বর৷ পাশাপাশি টিকা নেওয়ার আগে রেজিস্ট্রেশন করাও বাধ্যতামূলক করা হয়েছে৷ টিকাকরণ কর্মসূচিতে গতি আনতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয় বলে ঘোষণা করেছিল কেন্দ্র৷ কিন্তু কসবা কাণ্ডের পর আর কোনও ঝুঁকি নিতে নারাজ স্বাস্থ্য দফতর৷ 

আরও পড়ুন- শুধু টিকা নয়, করোনার ওষুধও সংগ্রহ করত দেবাঞ্জন, তৈরি করেছিল KMC- র জাল হলগ্রাম

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এবার থেকে রাজ্যের কোথাও টিকাকরণ কেন্দ্র করার আগে স্বাস্থ্য দফতরে নথিভুক্ত করে সেখান থেকে সিভিসি নম্বর নিতে হবে৷ নির্দিষ্ট নথিভুক্তকরণ নম্বর না থাকলে ওই টিকিকরণ কেন্দ্রটি অবৈধ বলে মনে করা হবে৷ সিভিসি নম্বর টিকাকরণ কেন্দ্রের সামনে রাখতে হবে৷ তবেই যাঁদের টিকা দেওয়া হচ্ছে, তাঁদের নাম নথিভুক্ত করা সম্ভব হবে৷ পাশাপাশি টিকা নেওয়ার আগে কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন করাও বাধ্যতামূলক বলে জানানো হয়েছে৷  এর জন্য বিভিন্ন জেলার মুখ্য আধিকারিকদের কাছে বার্তা পাঠিয়েছে স্বাস্থ্য দফতর৷ 
 

আরও পড়ুন- ২ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে দেবাঞ্জন, যুক্ত হল খুনের চেষ্টার ধারা

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর বর্তমান পরিস্থিতিতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) কী হবে, সেই গাইডলাইনও তৈরি করেছে স্বাস্থ্য দফতর৷ শীঘ্রই তা প্রকাশ করা হবে বলে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে৷ এছাড়াও বলা হয়েছে চাইলেই শহরের যে কোনও জায়গায় টিকাকরণ শিবির করা যাবে না৷ এর জব্য লাগবে স্থানীয় থানার ছাড়পত্র৷ ই-মনেল মারফত লোকাল থানাকে জানাতে হবে৷ যে জায়গায় শিবির করা হবে আগে সেই জায়গা পরিদর্শন করবেন পুলিশ অফিসাররা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *