Aajbikel

হাসপাতালের বেড আটকাতে পারবেন না রোগীরা, করোনা চিকিৎসার নয়া নির্দেশিকা

 | 
হাসপাতালের বেড আটকাতে পারবেন না রোগীরা, করোনা চিকিৎসার নয়া নির্দেশিকা



 

কলকাতা: বেসরকারি হাসপাতালে করোনা রোগীর চিকিৎসায় কোন খাতে কত খরচ, দ্বিতীয় দফায় তার সীমা বেঁধে দিল রাজ্য সরকার৷ বেসরকারি হাসপাতালগুলিকে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য কমিশন৷

আরও পড়ুন- বাঘের সংখ্যা বাড়াতে বক্সায় আসছে ছ’টি রয়্যাল বেঙ্গল

রাজ্য স্বাস্থ্য কমিশনের তরফে নির্দেশিকা প্রকাশ করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, করোনা সুরক্ষার নামে কোনও ভাবেই বাড়তি বিল নেওয়া যাবে না৷ পিপিই থেকে গ্লাভস ও স্যানিটাইজারের নামে বাড়তি বিল নিতে পারবে না বেসরকারি হাসপাতালগুলি৷ পিপিই থেকে গ্লাভস ও স্যানিটাইজারের সর্বাধিক বিল ১ হাজার টাকার বেশি নেওয়া যাবে না বলেও নির্দেশ গিয়েছে স্বাস্থ্য কমিশন৷

আরও পড়ুন- রাম মন্দিরের ভূমি পুজোর দিনে কেন লকডাউন বাংলায়? চরম হুঁশিয়ারি দিলীপের

নির্দেশিকায় জানানো হয়েছে, আউটডোরে করোনা সুরক্ষায় হিসাবে সর্বাধিক ৫০ টাকা চার্চ ধার্য করা যাবে৷ করোনা পরীক্ষা ক্ষেত্রেও সর্বাধিক ২২৫০ টাকার বেশি নেওয়া যাবে না বলেও উল্লেখ করা হয়েছে৷ বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য জন্য খরচ বেঁধে দেওয়া হয়েছে৷ কিলোমিটার প্রতি ১৫ টাকার বেশি কোনও ভাবেই যাতায়াত খরচ নেওয়া যাবে না৷ জোর করে কোনও ভাবেই হাসপাতালের বেড দখল করে থাকতে পারবে না রোগীরা৷ ডাক্তার ছুটি লেখার পরও থাকতে চাইলে রোগীকে পাঠানো হবে সেফ হোমে৷

আরও পড়ুন- কত কর্মসংস্থান হয়েছে বাংলায়? রাজ্যকে ‘গ্লোবাল বিজনেস’ খোঁচা রাজ্যপালের

হাসপাতালে ভর্তির ক্ষেত্রেও দেওয়া হয়েছে নির্দেশিকা৷ জানানো হয়েছে, হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত শুধুমাত্র অন ডিউটি চিকিৎসকরা সুপারিশ করতে পারবেন৷ আইসিইউ বা আইটিইউতে রোগী ভর্তীর ক্ষেত্রেও সিদ্ধান্ত নেবেন ওই চিকিৎসকরা৷ চিকিৎসকের পরামর্শ ছাড়া রোগীদের কোনও ভাবেই দামি অ্যান্টোবায়োটিক দেওয়া যাবে না৷ রোগীকে দিতে হবে সস্তার ওষুধ৷

Around The Web

Trending News

You May like