জেলে করোনা রুখতে বন্দিমুক্তি’র পক্ষে নয়া নির্দেশিকা হাইকোর্টের

জেলে করোনা রুখতে বন্দিমুক্তি’র পক্ষে নয়া নির্দেশিকা হাইকোর্টের

কলকাতা: রাজ্যে সংশোধনাগারে করোনা সংক্রমণ ঠেকাতে নয়া নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট৷ বাংলার জেলে করোনা সংক্রমণ রুখতে তাদের মুক্তি দেওয়া আদৌ সম্ভব কি না, তা জানতে এবার উচ্চপর্যায়ের কমিটি গঠন কলকাতা হাইকোর্টের৷

আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটি নির্দেশিকা জারি করেছেন৷ তাতে সংশোধনাগারে করোনা সংক্রমণ ঠেকাতে কী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নির্ধারণ করতে তিন সদস্যের কমিটি গঠন করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ কমিটিতে থাকবেন বিচারপতি দীপঙ্কর দত্ত৷ আগামী ৩১ মার্চের মধ্যে বিশেষ কমিটির প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা করবে৷ ওই রিপোর্টে জানাতে হবে, এই মুহূর্তে যে বিচারাধীন বন্দিরা বিভিন্ন সংশোধনাগারে রয়েছেন, সেই সংখ্যা কত, কত জন বন্দিকে জামিনের মাধ্যমে মুক্তি দেওয়া সম্ভব, সেই বিষয়টি রিপোর্টের মাধ্যমে জমা করাতে হবে৷ রিপোর্ট জমা করার পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ প্রয়োজনীয় নির্দেশিকা জারি করবে৷

জেলবন্দি বন্দিদের মধ্যে যাতে কোনও ভাবেই করোনা থাবা বসাতে না পারে, তা নিশ্চিত করতে বিশেষ কমিটি গড়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ কমিটিতে থাকবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত, ডিজি কারা৷ থাকবেন স্বরাষ্ট্র দপ্তরের মুখ্যসচিব৷ আগামী ৩১ মার্চের মধ্যে সেই রিপোর্ট পেশ করতে হবে৷ আদালতে রিপোর্ট আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে আদালত সূত্রে খবর৷

অন্যদিকে, গতকালই জেলে বন্দিদের ভিড় নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের শীর্ষ আদালত৷ রাজ্যগুলিকে উচ্চপর্যায়ের কমিটি গঠন করে বন্দিদের মুক্তির বিষয়ে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে সুপ্রিম কোর্ট৷ সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দিদেরকে কিছু সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া যায় কি না তা নিয়ে বিবেচনা করতে বলা হয়েছে শীর্ষ আদালতের তরফে৷ ৭ বছরের কম সাজাপ্রাপ্তদের প্যারোলে মুক্তি দেওয়া যায় কি না, ছোট অপরাধীদের ৬ সপ্তাহ প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে৷ গোটা বিষয়টি ক্ষতিয়ে দেখুক লিগাল সার্ভিস অথরিটি৷ এই মর্মে আজ পর্যবেক্ষণ জানিয়েছে দেশের শীর্ষ আদালত৷

আদালতের কাজ স্তব্ধ থাকায় প্যারোলে মুক্তি মিলছে না৷ করোনার জেরে বন্দিদের সঙ্গে পরিবারের সাক্ষাতে জারি হয়েছে নিষেধাজ্ঞা৷ প্যারোলে মুক্তি ও পরিবারের সদ্যদের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে ইতিমধ্যেই দফায় দফায় তাণ্ডব চালিয়ে দমদম সেন্ট্রাল জেলের বন্দিরা৷ প্রেসিডেন্সি জেলেও তৈরি হয় উত্তজনা৷ এবার এই পরিস্থিতি সুপ্রিম কোর্টের আর্জি মেনে আদৌ রাজ্য সরকার মেনে নেয় কি না, সেদিকে তাকিয়ে বন্দিরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =