কলকাতা: টেন্ডার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা কাটিয়ে উঠতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য অর্থ দপ্তর। পশ্চিমবঙ্গ সরকারের পোর্টালে ই-প্রকিউরমেন্টের মাধ্যমে অনলাইনে গচ্ছিত আমানতের (ইএমও) রসিদ এবং ফেরতের জন্য পূর্ণাঙ্গ পদ্ধতি জানিয়ে এর আগে ২৮/০৭/২০১৬ তারিখে বিজ্ঞপ্তি (3975-F (Y) নং 3915-এর) জারি করেছিল অর্থ দপ্তর।
কিন্তু সরকারের ই-টেন্ডার পোর্টালের মাধ্যমে বকেয়া টাকা ফেরত পেতে দেরি হচ্ছে বলে বিভিন্ন ক্ষেত্রে থেকে অভিযোগ ওঠে। বিষয়টি, সাবধানতার সঙ্গে বিবেচনা করার পরে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত অভিযোগকারী দরদাতাদের গচ্ছিত আমানত এল ওয়ান এবং এল টু বিডার বাদে নিম্নলিখিত তফসিল অনুসারে এবং অনুসরণের পরে স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে।
নিচে উল্লিখিত পদ্ধতিগুলি:
গচ্ছিত আমানতের ফেরত যোগ্য অর্থ দ্রুত জমা করার জন্য টেকনিক্যাল ফিনান্সিয়াল বিড খোলার দিন থেকে কর্মদিবসের ৫ দিনের মধ্যে টিআই-কে টেকনিক্যালি কোয়ালিফায়েড বিডারদের তালিকা ই-প্রকিউরমেন্ট পোর্টালে আপলোড করতে হবে। একইভাবে টেকনিক্যালি ডিসকোয়ালিফায়েড বিডারদের একইভাবে 'রিজেক্ট' করতে হবে।
কোয়ালিফায়েড বিডারদের অতিরিক্ত নগদ অর্থ দ্রুত ফেরতের বিষয়টি নিশ্চিত করতে ফিনান্সিয়াল বিড খোলার দিন থেকে কার্যদিবসের ৩ দিনের মধ্যে টিআই-কে পোর্টালে তুলনামূলক বিবৃতি আপলোড করে সমস্ত কোয়ালিফায়েড বিডারদের দরপত্রগুলি “রিজেক্ট” করতে হবে। এল ১ ওয়ান এবং এল টু বিডার ছাড়া।
এল টু বিডারদের পক্ষে ওয়ার্ক অর্ডার জারি হওয়ার পরে সর্বাধিক অর্থ এল টু বিডারকে ফেরত দিতে হবে।
এল ওয়ান বিডারদের জমা করা আমানত সিকিউরিটি ডিপোজিটে রূপান্তরিত হতে থাকবে এবং স্বাভাবিক নিয়মে ত্রুটিপূর্ণ চুক্তি লঙ্ঘনের সময়সীমা শেষ হওয়ার পর ওই একই পরিমান অর্থ ফেরত যোগ্য হিসাবে রিফান্ড করা হবে।
কোনও পর্যায়ে কোনও অতিরিক্ত সময় প্রয়োজন হলে প্রশাসনিক বিভাগকে অর্থ বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে।