নতুন অতিথি এল চিড়িয়াখানায়

কলকাতা: নতুন বছরের প্রথম দিনে নতুন অতিথি এল কলকাতা চিড়িয়াখানায়৷ মঙ্গলবার সকালে জন্ম হল আরও ১টি জেব্রা শাবকের৷ তবে, তাকে এখন জনসমক্ষে আনা হচ্ছে না৷ এখন নামকরও করা হয়নি নতুন অতিথির৷ চিড়িয়াখানায় নতুন অতিথিকে দেখতে ভিড় উপচে পড়ছে চিড়িয়াখানায়৷ তবে, নিরাশ হতে হয়েছে দর্শকদের৷ কারণ, নতুন অতিথির নিরাপত্তার কথা ভেবেই তাকে প্রকাশ্যে আনা হয়নি৷ কেননা,

নতুন অতিথি এল চিড়িয়াখানায়

কলকাতা: নতুন বছরের প্রথম দিনে নতুন অতিথি এল কলকাতা চিড়িয়াখানায়৷ মঙ্গলবার সকালে জন্ম হল আরও ১টি জেব্রা শাবকের৷ তবে, তাকে এখন জনসমক্ষে আনা হচ্ছে না৷ এখন নামকরও করা হয়নি নতুন অতিথির৷ চিড়িয়াখানায় নতুন অতিথিকে দেখতে ভিড় উপচে পড়ছে চিড়িয়াখানায়৷

তবে, নিরাশ হতে হয়েছে দর্শকদের৷ কারণ, নতুন অতিথির নিরাপত্তার কথা ভেবেই তাকে প্রকাশ্যে আনা হয়নি৷ কেননা, জেব্রা শাবক এখন এতই ছোট যে এখন তার প্রধান খাদ্য হচ্ছে মাতৃদুগ্ধ। এখন মাতৃদুগ্ধ ছাড়া কিছুই খেতে পারছে না সে। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা জানিয়েছেন, জন্মের পর মা জেব্রা ও শাবক জেব্রা দুজনেই সুস্থ আছেন। চিড়িয়াখানায় এখন জেব্রা সংখ্যা মোট দশটি প্রাপ্তবয়স্ক ৮টি ও শিশু তিনটি।

গত পয়লা সেপ্টেম্বর প্রায় দু’‌দশক পর জন্ম নেয় একটি সিংহশাবক। হায়দরাবাদ চিড়িয়াখানা থেকে আনা হয়েছিল এশিয়ান সিংহ ১১ বছরের বিশ্ব ও পাঁচ বছরের শ্রুতির অভিভাবকত্বে বেড়ে উঠেছে শিশুটি। শ্রুতির গর্ভেই জন্ম নিয়েছে সে। এর আগে ১৯৯৮ সালে আলিপুর চিড়িয়াখানায় জন্মেছিল সিংহশাবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =