ইদে প্রকাশ্যে প্রাণী হত্যা নিষিদ্ধ, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের

ইদে প্রকাশ্যে প্রাণী হত্যা নিষিদ্ধ, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: ইদ উপলক্ষ্যে প্রকাশ্যে প্রাণী হত্যা নিষিদ্ধ৷ নির্দেশ না মানলে জেল ও জরিমানা হতে পারে৷ এই মর্মে রাজ্য সরকারকে এবার ব্যাপকভাবে প্রচার চালাতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷

প্রকাশ্যে প্রাণী হত্যা বন্ধের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার যথাযথ প্রচার করছে না, কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত এক মামলার পরও সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন রাজশ্রী চৌধুরী নামের এক ব্যক্তি৷ ওই মামলার শুনানিতে বিচারপতি অরুণ মিশ্র-সহ ৩ বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই ব্যাপারে অবিলম্বে কলকাতা হাইকোর্টের নির্দেশ রা‌জ্য সরকারকে মানতে হবে৷ শুধু মানতে হবে তাই নয়, এই নিয়ে ব্যাপক প্রচারও চালাতে হবে৷

আবেদনকারী  রাজশ্রী চৌধুরীর আইনজীবী পবনশ্রী আগরওয়াল আদালতে জানিয়েছেন, ইদে প্রকাশ্যে একাধিক পশু কাটা হয়ে থাকে৷ সেগুলি নিষিদ্ধ তো বটেই, এমনকী পশু হত্যা কোনও উৎসবের অঙ্গ হতে পারে না বলেও সুপ্রিম কোর্টের পুরোনো রায় উল্লেখ করা হয়৷ ১৯৫০ সালের ‘দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল আইন’ অনুযায়ী, কোনও অনুমোদিত কসাইখানা ছাড়া প্রকাশ্যে প্রাণী হত্যায় ৬ মাসের জেল, হাজার টাকা জরিমানাও হতে পারে৷ সুপ্রিম কোর্ট মূলত সেই দিকটি আরও প্রচারের জন্য নির্দেশ দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *