রাজ্য বিধানসভায় দায়িত্ব নিলেন নতুন ডেপুটি স্পিকার

কলকাতা: বিধানসভার ডেপুটি স্পিকার হলেন ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক সুকুমার হাঁসদা৷ শুক্রবার সর্বসম্মতিক্রমেই তিনি ডেপুটি স্পিকারের পদে আসীন হলেন৷ কংগ্রেস, সিপিএম ও বিজেপি সহ সব বিরোধী দলের বিধায়করা এক যোগেই সুকুমারবাবুকে সমর্থন করেছেন ডেপুটি স্পিকার পদে৷ এদিন বিধাযনসভায় বিরোধী দলনেতা আবদুল মান্নান থেকে বিজেপির দিলীপ ঘোষ, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী নয়া ডেপুটি স্পিকারের প্রশংসা করেন৷

রাজ্য বিধানসভায় দায়িত্ব নিলেন নতুন ডেপুটি স্পিকার

কলকাতা: বিধানসভার ডেপুটি স্পিকার হলেন ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক সুকুমার হাঁসদা৷ শুক্রবার সর্বসম্মতিক্রমেই তিনি ডেপুটি স্পিকারের পদে আসীন হলেন৷ কংগ্রেস, সিপিএম ও বিজেপি সহ সব বিরোধী দলের বিধায়করা এক যোগেই সুকুমারবাবুকে সমর্থন করেছেন ডেপুটি স্পিকার পদে৷ এদিন বিধাযনসভায় বিরোধী দলনেতা আবদুল মান্নান থেকে বিজেপির দিলীপ ঘোষ, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী নয়া ডেপুটি স্পিকারের প্রশংসা করেন৷

বিজেপি বিধায়ক ও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এদিন কিছুটা স্বভাব বিরুদ্ধভাবেই শাসক দলের এই বিধায়কের স্তুতি করেন৷ একধাপ এগিয়ে তিনি বলেন, ‘জঙ্গলমহলের মানুষ সুকুমারবাবু এই পদের যোগ্য দাবিদার ছিলেন৷ রাজ্যের পিছিয়ে পড়া আদিবাসী মানুষরা এর ফলে সম্মানিত হলেন৷’ আবার বিধানসভার বিরোদী দলনেতা কংগ্রেসের আবদুল মান্নান বলেন, ‘সুকুমার হাঁসদাকে ডেপুটি স্পিকার করে আদিবাসী সমাজের প্রতি সুবিচার করলেন মুখ্যমন্ত্রী৷’

২০১১ থেকেই ঝাড়গ্রামের বিধায়ক ডঃ সুকুমার হাঁসদা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সরকারে তিনি পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী ছিলেন৷ ২০১৬ সালে অবশ্য জঙ্গলমহলের এই চিকিৎসক নেতাকে আর মন্ত্রী করেননি তৃণমূল সুপ্রিমো৷ তাঁকে সংগঠনের কাজে লাগান হয়৷ দল মত নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের সঙ্গে এই মৃদুভাষি মানুষটির সুসম্পর্ক রয়েছে৷ সেই বিষয়টিকেই বিধানসভা পরিচালনার কাজে লাগাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 13 =