ফের দক্ষিণবঙ্গে দুর্যোগ আশঙ্কা, বাংলার আকাশে ঘনীভূত নিম্নচাপ

ফের দক্ষিণবঙ্গে দুর্যোগ আশঙ্কা, বাংলার আকাশে ঘনীভূত নিম্নচাপ

b46ece57e08facba8bdfcda60cb94071

কলকাতা: চলতি সপ্তাহের মাঝামাঝি ফের ভারী বৃষ্টি সম্ভাবনা তৈরি হয়েছে৷ বুধবার থেকে নিম্নচাপ তৈরি পূর্বাভাস মিলেছে৷

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার, বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে৷ কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারের আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বভাস রয়েছে৷ বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে৷ কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বভাস দেওয়া হয়েছে৷ বাতাসে জলীয়বাষ্পের মাত্রা বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি থাকবে৷

আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপটি কিছুটা দুর্বল হওয়ায় তা দক্ষিণ ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে চলে যাচ্ছে৷ এর প্রভাবে দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে৷ বুধবার উত্তর বঙ্গোপসাগরে আরও একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে চলেছে৷ এটির প্রভাবে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর ও দক্ষিণ পরগনা জেলায় বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *