কলকাতা: যে কলেজে পরীক্ষার সিট পড়বে, সেখানকার শিক্ষকরাই স্নাতকস্তরের জেনারেলের পেপার মূল্যায়ন করবেন। দ্রুত ফল প্রকাশ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। সিন্ডিকেটে তা পাশও হয়েছিল। এবার পরীক্ষা নিয়ামকের দপ্তর থেকে সেই নির্দেশ সমস্ত কলেজের অধ্যক্ষদের পাঠিয়ে দেওয়া হল। ব্যাপারটা এরকম, ‘খ’ কলেজের পরীক্ষার্থীদের সিট যদি ‘ক’ কলেজে পড়ে, তাহলে ‘ক’ কলেজের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকরাই সেই উত্তরপত্রগুলির মূল্যায়ন করবেন। তবে, এটা শুধু জেনারেল পেপারের ক্ষেত্রে প্রযোজ্য। বিশ্ববিদ্যালয় থেকে এই নির্দেশ পেয়ে নতুন একটা আশঙ্কা করছে শিক্ষকমহল। এই পদ্ধতিতে ফলপ্রকাশে গতি আসবে ঠিকই। কিন্তু কোনও কলেজে একটি বিষয়ের শিক্ষক হাতে গোনা। খুব সহজেই তাঁদের চিহ্নিত করাও সম্ভব। এক্ষেত্রে পাশ করানো বা নম্বর বাড়ানোর জন্য তাঁদের ঘুষ দেওয়ার চেষ্টা হতে পারে বলে অনেক মনে করছেন। আবার, কম নম্বর পেলে বা ফেল করলে পরীক্ষার্থীরা চড়াও হতে পারেন শিক্ষকদের উপর।
