কলকাতা: রাজ্যের নতুন মুখ্যসচিব নিযুক্ত হওয়ায় সরকারি কর্মচারী পরিষদের কাছে নয়া নির্দেশ পাঠাল রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাট৷ এবিষয়ে পর্ষদকে সংশোধিত আবেদন জমা করতে বলল স্যাট৷ সংগঠন সূত্রে দাবি করা হয়েছে, তাদের দায়ের করা ডিএ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানিতে স্যাট জানিয়েছে, রাজ্যের মুখ্যসচিব পরিবর্তন করা হয়েছে৷ রাজীব সিনহার জায়গায় মুখ্যসচিব হিসেবে এই পদের দায়িত্ব নিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়৷ তাই এক্ষেত্রে তাদের সংশোধিত আবেদন জমা করতে হবে৷ আবেদনে নতুন মুখ্যসচিবের নাম অন্তর্ভুক্ত করতে হবে আগামী সাত দিনের মধ্যে৷ পাশাপাশি, স্যাট জানিয়েছে, গত ২৬ জুলাইয়ের রায়সহ একটি নোটিসও পাঠাতে হবে নতুন মুখ্যসচিবকে৷ স্যাটে পরিষদের করা মামলার পরবর্তী শুনানি হবে আগামী বছরের ২০ জানুয়ারি৷
গত ২৩ সেপ্টেম্বর কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরামের দায়ের করা আদালত অবমাননা মামলার শুনানিতে স্যাট জানিয়েছিল, ১৬ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির আগে সরকারকে তাদের আগের রায় অর্থাৎ ২০১৯ সালের ২৬ জুলাইয়ের রায় কার্যকর করতে হবে৷ ২০১৯ সালের ২৬ জুলাই স্যাটের নির্দেশ ছিল, তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার হিসেব কষে সরকারি কর্মীদের তা দেওয়ার পদ্ধতি বার করে ছ’মাসের মধ্যে সবকিছু মিটিয়ে দিতে হবে৷
রায় অনুযায়ী, ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করার আগেই বকেয়া ডিএ দিতে হত সরকারকে৷ কিন্তু চলতি বছরের শুরু থেকে বেতন কমিশন কার্যকর হওয়ার পরেও এখনও পর্যন্ত ডিএ ঘোষণা না হওয়ায় ফের আইনি পথ ধরে সরকারি কর্মচারী সংগঠনগুলি৷ সরকারের বিরুদ্ধে স্যাটে আদালত অবমাননার মামলা করে কর্মচারী সংগঠন৷ তাতেও রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাটে ধাক্কা খেতে হয় রাজ্যকে৷ আদালত অবমাননার মামলা স্যাটের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, ১৬ ডিসেম্বরের মধ্যে বয়েকা না মেটালে পরবর্তী শুনানিতে কড়া পদক্ষেপ নেওয়া হবে৷ এর মধ্যে মুখ্যসচিব বদল হওয়ায় আইনী পথে আরও কাজ বাড়ল সংগঠনগুলির৷ কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরামকেও নতুন মুখ্যসচিবের কাছে স্যাটের গত রায়ের প্রতিলিপি পাঠাতে হবে৷ তবে তাদের জন্য নির্ধারিত থাকা ১৬ ডিসেম্বরের শুনানির দিন বদল হবে কি না, তা স্পষ্ট হয়নি৷