সিঙ্গুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সিঙ্গুর সফরে যাচ্ছেন। সেখানে গিয়ে তাঁর কামারকুণ্ডু রেলব্রিজ উদ্বোধন করার কথা রয়েছে। কিন্তু এই রেলব্রিজ উদ্বোধন নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে। কারণ তাঁর রেলব্রিজ উদ্বোধনের প্রকল্পের কথা জানেই না রেল! এমনটাই খবর ছড়িয়ে পড়েছে এবং তা নিয়েই নয়া বিতর্ক। এখন এই রেলব্রিজ আদৌ উদ্বোধন করা হবে কিনা তা নিয়েই প্রশ্ন। তবে ঠিক কী বলছে রেল?
আরও পড়ুন- কল্যাণী AIIMS-এ নিয়োগ দুর্নীতি, কঠগড়ায় বিজেপির ৮ সাংসদ-বিধায়ক, তদন্তে নামল CID
এই ঘটনার কথা জানার পর হুগলির জেলাশাসককে চিঠি পাঠিয়েছেন হাওড়ার ডিআরএম মণীশ জৈন। সেখানে তিনি উল্লেখ করেছেন, এই রেলব্রিজটি রেল ও রাজ্যের যৌথ প্রচেষ্টায় তৈরি, তাই উদ্বোধনও হবে যৌথভাবে। স্বাভাবিকভাবেই এই বক্তব্যের পর এখন প্রশ্ন যে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্রিজের উদ্বোধন করতে পারবেন কিনা। যদি পারেন তাহলে বিতর্ক আরও বাড়বে, আর উদ্বোধন না হলে অস্বস্তিতে পড়বেন মুখ্যমন্ত্রী। তাই এই নিয়ে এখন থেকেই তরজা শুরু হয়েছে। আসলে ব্রিজটি তৈরি হওয়ার পর তার উদ্বোধন করেছিলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। কিন্তু তার কিছু সময় পর ব্রিজ বন্ধ হয়ে যায়। সম্প্রতি স্থানীয় বিধায়ক বেচারাম মান্না ফের ওই ব্রিজ চালুর দাবি জানান। তার প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী এই ব্রিজ উদ্বোধন করবেন বলে খবর।
তবে রেল শুধু এই ব্যাপারে জানতে চেয়ে চুপ থাকেনি, মমতা সরকারের ওপর ক্ষোভ প্রকাশও করা হয়েছে তাদের তরফ থেকে। প্রশ্ন তোলা হয়েছে, কেন ব্রিজটি নতুন করে উদ্বোধন করা হবে এই খবর তাদের দেওয়া হয়নি। একই সঙ্গে, কেন উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়ার পর তাদের আমন্ত্রণ জানান হয়নি। সবমিলিয়ে বিস্তর বিতর্ক।