পুজোয় নতুন পোশাক উপহার পেয়েও পরতে পারল না আদি, শোকের ছায়া পরিবারে

পুজোয় নতুন পোশাক উপহার পেয়েও পরতে পারল না আদি, শোকের ছায়া পরিবারে

 

হাবড়া: পুজোর কেনাকাটা শেষ হয়ে গিয়েছে। আত্মীয়-স্বজনরা সেগুলো  পুজোয় দিয়েছিল উপহার হিসেবে। নতুন পোশাক পড়ে একরত্তি শিশুটি তার আত্মীয়দের বাড়ি, মামা বাড়ি যাওয়ার কথা ছিল ।  এরইমধ্যে বাড়ির পাশে পুকুরে তলিয়ে গিয়ে মৃত্যু হল দু বছরের ওই শিশুর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাবড়ার জয়গাছি এলাকায়। যার জেরে সমগ্র তল্লাটে নেমে এসেছে শোকের ছায়া৷ আক্ষেপের সুরে পরিজনেরা বলছেন, পুজোয় নতুন পোশাক উপহার পেয়েও পরতে পারল না আদি!

জানা গিয়েছে পেশায় মিনি ট্রাক চালক সমীর দাস ও তার স্ত্রী অর্চনা দাসের একমাত্র ছেলে আদিত্য দাস। শনিবার দুপুরে বাড়িতেই খেলছিল আদিত্য। কিছুক্ষণের জন্য তার খোঁজ পাওয়া যাচ্ছিল না৷ পরে বাড়ির কাছে পুকুর থেকে তার ভাসমান দেহ উদ্ধার করে পরিবারের লোকেরা৷ তড়িঘড়ি নিয়ে যাওয়া হাবরা স্টেট জেনারেল হাসপাতালে৷ সেখানে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

মৃত আদিত্যের আত্মীয়রা জানিয়েছে, পুজোতে তারা নতুন পোশাক কিনে দিয়েছিল আদিত্যকে৷ পুজোতে মামাবাড়ি ও আত্মীয়দের বাড়িতে ঘুরতে যাওয়ার কথা ছিল৷ তার আগেই শিশুটির মৃত্যুতে শোকের ছায়া এলাকায় । মৃত শিশুটির বাবা সমীর দাস অশোকনগরের মোমিনপুরের বাসিন্দা হলেও কাজের সুবিধার্থে হাবড়ার জয়গাছি এলাকাতে প্রায় দু’বছর ধরে বাড়ি ভাড়া করে থাকতেন । আর সেখানেই এই দুর্ঘটনা। শিশু মৃত্যুর ঘটনায় উৎসবের আনন্দ এক মুহূর্তে নিরানন্দে পরিণত হয়েছে৷ বাকহারা নিহত শিশুর মা ও বাবা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =