টাকার দাবিতে মায়ের কাছ থেকে শিশু ছিনিয়ে ৩ ঘণ্টা আটক, মৃত্যু সদ্যোজাতর

টাকার দাবিতে মায়ের কাছ থেকে শিশু ছিনিয়ে ৩ ঘণ্টা আটক, মৃত্যু সদ্যোজাতর

মালদা:  টাকার দাবিতে ২০ দিনের শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ৩ ঘণ্টা আটকে রাখার চাঞ্চল্যকর অভিযোগ৷ কিছুক্ষণ পরেই সদ্যোজাতের মৃত্যু৷ ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানা এলাকার বাঙালগ্রামে৷ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ 

আরও পড়ুন- সপ্তাহান্তে ফের বাড়বে তাপমাত্রা, নতুন করে ঘনীভূত নিম্নচাপে বৃষ্টির ভ্রূকুটি

গত ২৯ অক্টোবর মালদা মেডিক্যাল কলেজে একসঙ্গে তিন শিশুর জন্ম দেন বাঙালগ্রামের বাসিন্দা মাম্পি মাঝি৷ তিন শিশুকে নিয়ে বাড়িতেই ছিলেন তিনি৷ অভিযোগ, গতকাল তাঁর বাড়িতে গিয়ে শিশুকে আশীর্বাদ করার নামে ১২০০ টাকা চান এক বৃহন্নলা৷ কিন্তু পরিবারের লোকজন সেই টাকা দিতে অস্বীকার করেন৷ কথা বলার পর তাঁরা ৩০০ টাকা দিতে রাজি হন৷ কিন্তু তাতে সন্তুষ্ট হননি তিনি৷ আরও ৮০০ টাকা দিতে হবে বলে দাবি জানায়৷ টাকা দিতে না পারায় শিশুটিকে তার মায়ের কাছ থেকে ৩ ঘন্টা জন্য দূরে নিয়ে যাওয়া হয়৷ এবং ক্রমাগত ওই শিশুটির সামনে ঢোল বাজানো হয়৷ এর পরেই শিশুটির মৃত্যু হয়৷ মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ 

তিন ঘণ্টার বেশি না খাইয়ে রাখা হয় শিশুটিকে৷ পাশাপশি ক্রমাগত ঢোলের আওয়াজে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ।  এই ঘটনায় মানিকচক থানার অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে৷ জানা গিয়েছে, এক আশাকর্মীকে ফোন করে বিষয়টি জানানো হয়৷ ওই আশাকর্মী পামেলার (স্থানীয় ভাষায় বৃহন্নলাদের পামেলা বলা হয়) সঙ্গে কথা বলেন৷ শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে বলেন তিনি৷ কিন্তু তাঁকেই উল্টে হুমকি দেওয়া হয়৷ 

শিশুটির মা বলেন, ‘বারবার সন্তানকে চাওয়ার পরেও দিতে চাননি ওই ব্যক্তি৷ ওর মুখটা দেখে কেমন লাগছিল৷ কিন্তু উনি বলেন, বাচ্চা ভালো আছে৷ আশাকর্মীকে ফোন করি৷ কিন্তু আশাকর্মীকেও উনি কটু কথা শোনান৷ বাচ্চাটাকে যখন দিল তখন আর ওকে দুই খাওয়াতে পারিনি৷ ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =