Aajbikel

যোগীর পথে মমতা? সরকারি-বেসরকারি সম্পত্তি ক্ষতি হলে অভিযুক্তর জমি-বাড়ি বেচে ক্ষতিপূরণ

 | 
মমতা

 কলকাতা:  উত্তরপ্রদেশের পর পশ্চিমবঙ্গ৷ যোগী সরকারের পথে হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার৷ রাজ্য সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি নষ্ট হলে, অভিযুক্তের সম্পত্তি নিলামের সিদ্ধান্ত নিল রাজ্য৷ অভিযুক্তের সম্পত্তি নিলাম করে দিতে হবে ক্ষতিপূরণ৷ বিধানসভায় আইনের সংশোধনী আনল সরকার৷ দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেম্যান্স অফ পাবলিক অর্ডার বিলের সংশোধনী পাশ৷ 

আরও পড়ুন- 'কোনও বনধ হবে না', উত্তরবঙ্গে গিয়েই হুঁশিয়ারি বার্তা মমতার


আন্দোলনের নামে সরকারি সম্পত্তির ক্ষতিপূরণের টাকা আদায় করতেই এই কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার৷ রাজ্যে বিভিন্ন সময় রাজনৈতিক বা অরাজনৈতিক আন্দোলনে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর হয়, সম্পত্তি নষ্ট নয়, সেই সম্পত্তি নষ্ট নিয়েই মঙ্গলবার বিধানসভায় এক সংশোধনী আনা হয়েছে৷ দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেম্যান্স অফ পাবলিক অর্ডার আইনের সংশোধনী আনা হয়েছে৷  তাতে বলা হয়েছে, কোনও সরকারি, বেসরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট হয়, সেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির সম্পত্তি নিলাম করে যাঁর সম্পত্তি নষ্ট হয়েছে, তাঁর হাতে নিলামের টাকা ক্ষতিপূরণ হিসাবে তুলে দেওয়া হবে৷ যাঁর সম্পত্তি নষ্ট হচ্ছে, তাঁকে দু’ মাসের মধ্যে আবেদন জানাতে হবে৷ সেই আবেদনের ভিত্তিতে ছয় মাসের মধ্যে নিলাম প্রক্রিয়ার শুনানি শুরু হবে৷ তবে এদিন সংশোধনী পাশ হওয়ার আগে ব্যপক বিরোধিতা করে বিজেপি৷ তাদের বক্তব্য, এই সিদ্ধান্ত গণতান্ত্রিক আন্দোলনে হস্তক্ষেপ৷ যদিও সরকারের পাল্টা দাবি, এই সিদ্ধান্ত জনস্বার্থে নেওয়া হচ্ছে৷ সম্প্রতি যোগী রাজ্যে এমনই একটি আইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল৷    


সম্পত্তি ধ্বংসের পুরনো আইন অনুযায়ী, শাস্তি হিসেবে জেলের সর্বোচ্চ মেয়াদ ছিল ৬ মাস ৷ একইসঙ্গে সম্পত্তি ভাঙচুরের অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির জরিমানা নির্ধারণ করত আদালত৷ নয়া আইনে কারাবাসের সময় সর্বনিম্ন ৬ মাস ও সর্বোচ্চ ৭ বছর হতে চলেছে৷ তবে নতুন আইনে বদলে যাচ্ছে জরিমানা নির্ধারণের প্রক্রিয়া৷ ধ্বংস হওয়া সম্পত্তির বাজারদরই হবে জরিমানার অঙ্ক৷ 

Around The Web

Trending News

You May like