Aajbikel

বেহালায় নতুন পতঙ্গের খোঁজ! নামকরণে 'কলকাতা'

 | 
beetle

কলকাতা: নতুন ধরনের এক পতঙ্গের খোঁজ মিলেছে দক্ষিণ কলকাতার বেহালায়। আর সেই পতঙ্গের নাম রাখা হয়েছে কলকাতা শহরের নামে। দীর্ঘ সময় ধরেই এই পতঙ্গ নিয়ে যৌথভাবে গবেষণা করছিল জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (কলকাতা), কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগ এবং জার্মানির লাইবনিজ ইনস্টিটিউট। তারাই এই ফাইটোফ্যাগাস বিটল জাতীয় পতঙ্গটির নাম রেখেছে কলকাতার নামে। নাম দেওয়া হয়েছে ‘মালাদেরা কলকাতাইনিস’। জানা গিয়েছে, এই বিটল জাতীয় পতঙ্গটির হদিশ বেহালা তথা কলকাতা ছাড়া আর কোথাও মেলেনি। 

জেডএসআইয়ের গবেষণাগারের ‘ন্যাশনাল জুলজিকাল কালেকশন’-এ সংরক্ষণ করে রাখা এই পতঙ্গটি অপরিশোধিত হীরের মতো দেখতে। সম্ভবত, আট অথবা নয়ের দশকে নমুনাটি সংগ্রহ করা হয়েছিল। তারপর থেকে এতদিন তা নিয়ে গবেষণা চলে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ধরনের পতঙ্গ উদ্ভিদের বিভিন্ন অংশ খেয়ে বেঁচে থাকে। তবে তা কৃষিকাজে কোনও ইতিবাচক ভূমিকা নেয় কিনা, জানা যায়নি এখনও। তবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এবং বিহার থেকে এখনও পর্যন্ত এই বিটল পরিবারের প্রায় ২১টি প্রজাতির সন্ধান মিলেছে। প্রসঙ্গত, সারা বিশ্বে এই ফাইটোফ্যাগাস জাতীয় বিটলের ৪৫০০ প্রজাতি আছে এবং আমাদের দেশ থেকে এখনও পর্যন্ত ৬৮২টি প্রজাতির সন্ধান মিলেছে।

Around The Web

Trending News

You May like