ইংরেজবাজার: লাফিয়ে বাড়ছে করোনা৷ পরিস্থিতি মোকাবিলায় এবার সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারের ফাঁকে মালদহের পার্ক হোটেল থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ পরিস্থিতি মোকালিয়া টাস্ক ফোর্স তৈরি সহ টেলি মেডিসিন পরিষেবা চালু করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷
করোনার দ্বিতীয় আক্রমণের খবরে সাধারণ মানুষ যাতে চিন্তিত না হন, সে বিষয়েও আর্জি জানান মমতা৷ সাফ জানিয়ে দেন, আতঙ্কের কারণ নেই৷ টাস্ক ফোর্স তৈরি হচ্ছে৷ এছাড়াও সরকারি পরিষেবা সচল রাখতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্যও দিয়েছেন বিশেষ পরামর্শ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগের মতো সরকারি দফতরে ৫০ শতাংশ হাজিরায় দফতরের কাজ চলবে৷ বাড়ি থেকে কাজের উপর দেওয়া হবে গুরুত্ব৷
করোনা পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ জানিয়েছেন, করোনা রোগীদের জন্য রাজ্যজুড়ে ৪০০টি অ্যাম্বুলেন্স পরিষেবা দেবে৷ ৪ হাজার বেড বাড়ছে৷ ২০০ সেফ হোমে ১১ হাজার বেড তৈরি হবে৷ তৈরি হচ্ছে টাস্ক ফোর্স৷ সেফ হোমের জন্য বিভিন্ন হোটেলকে ব্যবহার করা হবে৷ চালু হবে টেলি মেডিসিন৷ ১৮০০৩১৩ ও ৪৪৪২২২ এই নম্বরে ফোন করলে টেলি মেডিসিনের সুবিধা পাওয়া যাবে৷