করোনার দাপটে ফিঁকে মাদার টেরিজার জন্মোৎসবও, অনলাইনেই শ্রদ্ধা সন্তকে

করোনার দাপটে ফিঁকে মাদার টেরিজার জন্মোৎসবও, অনলাইনেই শ্রদ্ধা সন্তকে

 

কলকাতা: এই ধরাধামে তিনি ছিলেন স্বয়ং ঈশ্বরের দূত৷ ছিলেন আর্তদের ত্রাতা৷ তিনি মানেই বটবৃক্ষের আশ্রয়৷ তিনি আর কেউ নন, মাদার টেরিজা৷ আজ মাদারের ১১০তম জন্মদিন৷ প্রতি বছর মহাসমারোহে পালিত হয় তাঁর জন্মোৎসব৷ কিন্তু করোনা পরিস্থিতিতে ভাটা পড়ল তাতেও৷ মাদার হাউজে সার্বজনীন উৎসব পালনে নিষেধাজ্ঞা জারি করল মিশনারিজ অফ চ্যারিটি৷ 

আরও পড়ুন- ইন্টারভিউয়ের ডাক পেয়েও চাকরি হারালেন যুবক, চরমে ডাকঘরের গাফিলতি

 

২০১৬ সালে মাদারের ১৯ তম মৃত্যুবার্ষিকীর ঠিক আগে রোমে ‘বিয়েটিফিকেশন’ অনুষ্ঠানে মাদারকে ‘সন্ত’ ভূষিত করেছিলেন পোপ ফ্রান্সিস। করোনার দাপটে এই বছর সন্ত টেরিজার জন্মোৎসবও পালিত হবে অন্য ধারায়৷ এই প্রথম তাঁর জন্মোৎসব পালিত হবে না এজেসি বোস রোডের বাড়িতে৷ এর বদলে মাদারকে সম্মান জানাতে বুধবার বিকেলে সেন্ট থমাস চার্চে একটি জনসমাবেশের আয়োজন করেছে ক্যাথলিক অ্যাসোসিয়েসন অফ বেঙ্গল৷ অনলাইনে এই সমাবেশে অংশ নিতে পারবেন যে কেউ৷ সেন্ট থমাস চার্চেই শায়িত হয়েছিলেন মাদার৷ এর পর সন্ধ্যায় ভারতের ক্যাথলিক চার্চের সভাপতি কার্ডিনাল ওসওয়ার্ল্ড গ্রেসিয়াস মুম্বইয়ে একটি সমাবেশের আয়োজন করবেন৷ 

মিশনারিজ অফ চ্যারিটির এক কর্মকর্তা বলেন, ‘‘আজ সন্ধে সাড়ে সাতটার সময় মুম্বইতে হোলি মাস-এর আয়োজন করবেন কার্ডিনাল ওসওয়ার্ল্ড৷ এই অনুষ্ঠানের উদ্যোক্তা হল আর্চডায়োসিস অফ কলকাতা৷ এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হবে৷ এই বছর করোনা সংক্রমণের জেরে কলকাতায় মাদার হাউসে সর্বসাধারণের জন্য কোনও অনুষ্ঠান হবে না৷’’

আরও পড়ুন- আরও পিছিয়ে যেতে পারে শিক্ষাবর্ষ, আনলক-৪ পর্বে খুলবে স্কুল?

আর্চডায়োসিস অফ কলকাতার ভাইসর জেনারেল ডমিনিক গোমস বলেন, ‘‘আমাদের সকলের জন্য এটা খুবই বিশেষ একটা অনুষ্ঠান৷ মাদার টেরিজার ১১০ তম জন্মোৎসব পালনের অংশীদার হতে পেরে আমরা গর্বিত৷’’ ফি বছর ২৬ অগাস্ট মাদার টেরিজার জন্মদিনে ভরে ওঠে মাদার হাউস৷ স্কুলের খুদে পড়ুয়া থেকে সাধারণ মানুষ, উপচে পড়ে ভীড়৷ এই বছর সবটাই বদলে দিল করোনা৷ নিরবেই মাদারকে স্মরণ করবেন তাঁর ভক্তরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 10 =