আজ বাংলার আকাশে জ্বলজ্বল করবে ধূমকেতু, সাড়ে ৬ হাজার বছর পর দর্শন

আজ বাংলার আকাশে জ্বলজ্বল করবে ধূমকেতু, সাড়ে ৬ হাজার বছর পর দর্শন

 
নয়াদিল্লি: আজ আরও এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হবে বাংলা-সহ গোটা ভারত৷ আজ থেকে প্রায় টানা ২০দিন ধরে ভারতের আকাশেজুড়ে জ্বলজ্বল করবে ধূমকেতু নিওওয়াইজ৷

নয়া এই ধূমকেতুর নাম দেওয়া হয়েছে সি/২০২০ এফ৩৷ জানা গিয়েছে, সূর্যাস্তের পর প্রায় ২০ মিনিট খালি চোখে এই ধূমকেতু চাক্ষুস করা যাবে বাংলা-সহ গোটা দেশ থেকে৷ সূর্যাস্তের কিছু পর থেকে আর তা খালি চোখে দেখা যাবে না৷

নাসার তরফে জানানো হয়েছে, আজ সন্ধ্যা থেকে আগামী ২০ দিন উত্তর-পশ্চিম আকাশে উজ্জ্বল এই ধূমকেতু খালি চোখে দেখা যাবে৷ তবে টেলিস্কোপ ব্যবহার করা হলে ধূমকেতু আরও সাফ দেখা যাবে৷ জানা গিয়েছে, আগামী ৩০ জুলাই সপ্তর্ষিমণ্ডলের খুব কাছাকাছি অবস্থান করবে নয়া এই ধূমকেতু৷ ৪০ ডিগ্রি কোণে টানা এক ঘণ্টা দেখা যাবে৷

জুলাই শেষে ধীরে ধীরে চোখের আড়ালে চলে যাবে৷ গত মার্চে এই ধূমকেতু আবিষ্কার করেছিল নাসা৷ আগামী ২২ জুলাই এই ধূমকেতু পৃথিবীর সবথেকে কাছে থাকবে৷ ওই দিন পৃথিবী সঙ্গে ধূমকেতুর দূরত্ব কমে হবে ১০৩ মিলিয়ন কিমি৷ সাড়ে ছ’হাজার বছর পর এই ধূমকেতু এত কাছাকাছি দেখা যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =