Aajbikel

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলায় হাই কোর্টে স্বস্তি নওশাদের, রক্ষাকবচ পেলেন ISF বিধায়ক

 | 
নওশাদ

কলকাতা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলায় হাই কোর্টে স্বস্তি পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী৷ এদিন আদালত জানায়, এখনই নওশাদের বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ করতে পারবে না পুলিশ৷ মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে হওয়ার কথা বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে। এই এক সপ্তাহের জন্য রক্ষাকবজ পাবেন ভাঙড়ের বিধায়ক৷ 

   

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে সহবাস করার অভিযোগ রয়েছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে নিউ টাউন থানায়  লিখিত অভিযোগ দায়ের করেন এক তরুণী। অভিযোগ দায়েরের সময় তরুণীর সঙ্গে দেখা যায় বিধাননগর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে। তাৎপর্যপূর্ণভাবে সম্প্রতি সব্যসাচীকে ভাঙড়ের সাংগঠনিক দায়িত্ব দেয় তৃণমূল। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করে নিউ টাউন থানার পুলিশ।

ওই তরুণী সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে সহবাস করছেন নওশাদ। তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এমনকি, নওশাদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও তোলেন তিনি। তবে ভাঙড়ের বিধায়কের সঙ্গে কীভাবে ওই তরুণীর পরিচয় হল বা তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে কোনও প্রশ্নের জবাব দেন নি৷ অভিযোগকারিণী বলেন, “আপনাদের যা জানার নওশাদকে জিজ্ঞাসা করুন”। 

Around The Web

Trending News

You May like