জামিন অধরাই থেকে গেল নওশাদের, রাজ্যকে সময় মঞ্জুর আদালতের

জামিন অধরাই থেকে গেল নওশাদের, রাজ্যকে সময় মঞ্জুর আদালতের

কলকাতা: জামিন এখনও অধরা থেকে গেল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। বুধবারও কলকাতা হাইকোর্টে জামিন পেলেন না তিনি। এদিন তাঁর বিরুদ্ধে পুলিশের করা মামলায় সরকার রিপোর্ট এবং সিসিটিভির ফুটেজ জমা দিয়েছে। পাশাপাশি পুলিশের আরও প্রমাণ নিয়ে আসার জন্য সময় চেয়েছে রাজ্য, সেই সময় মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি। তাই আপাতত জেলেই আইএসএফ বিধায়ক।  

আরও পড়ুন- লিভইন পার্টনারকে খুন করে রেখেছিলেন ধাবার ফ্রিজে, কয়েক ঘণ্টা পরই বিয়ে করেন সাহিল!

ভাঙড় এবং ধর্মতলার বিক্ষোভের ঘটনায় তাঁর বিরুদ্ধে নিউ মার্কেট থানা এবং হেয়ার স্ট্রিট থানায় মামলা হয়েছিল। সেই মামলা নিয়ে অবশ্য ক্ষোভ উগড়ে দিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। তাঁর বক্তব্য ছিল, তাঁকে জেলে আটকে রাখার জন্যই খুনের চেষ্টার মামলা দেওয়া হয়েছে। রাজ্যের বিরুদ্ধে কার্যত ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি। তাঁর কথায়, জেল বা জরিমানা করে তাঁকে আটকানো যাবে না। মানুষের জন্য যে লড়াই তিনি করছেন তা চালিয়ে যাবেন। উল্লেখ্য, ধর্মতলায় আইএসএফের কর্মসূচিতে পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক অভিযোগে আইএসএফ বিধায়ক-সহ ২০ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।