কেন্দ্রীয় নিরাপত্তায় সন্তুষ্ট নন নওশাদ! দ্বিচারিতার অভিযোগে ফের হাইকোর্টে তিনি

কেন্দ্রীয় নিরাপত্তায় সন্তুষ্ট নন নওশাদ! দ্বিচারিতার অভিযোগে ফের হাইকোর্টে তিনি

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আবহে নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই ইস্যুতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দাবি করেছিলেন তিনি। তাঁর আর্জি মেনে আদালত সেই নির্দেশই দিয়েছিল। কিন্তু এখন আবার এই একই ইস্যুতে হাইকোর্টে গেলেন নওশাদ। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার দ্বিচারিতা করছে। 

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়ে খুশি নন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁকে সব সময়ের জন্য দু’জন স্বশস্ত্র রক্ষী দিয়েছে কেন্দ্র। কিন্তু তাতে সন্তুষ্ট নন ভাঙড়ের বিধায়ক। নওশাদের বক্তব্য, তৃণমূল বিধায়ক শওকাত মোল্লা জেড ক্যাটাগরি নিরাপত্তা পান। এমনকি বিজেপি কাউন্সিলর সজল ঘোষও বেশি নিরাপত্তা পান তাঁর থেকে। কিন্তু তাঁকে মাত্র দু’জন নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে। একেই তিনি দ্বিচারিতা বলে মনে করছেন। আর তার জন্যই আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নওশাদ। যদিও জানা গিয়েছে, Y ক্যাটাগরির সাতজন নিরাপত্তারক্ষী পেয়েছেন ভাঙড়ের বিধায়ক। একজন এসআই, দুজন পিএসও এবং বাকি চারজন সশস্ত্র জওয়ান। তাতেও সন্তুষ্ট নন তিনি।

এই প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, কেন্দ্রকে নিয়মিত নিরাপত্তা খতিয়ে দেখতে হবে। তবে এই মধ্যে যদি কোনও সমস্যা হয় বা প্রয়োজন হয় যে কোনও পক্ষ আদালতে বিষয়টি জানাতে পারবেন। তিন সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে আদালতে। আসলে খুন হওয়ার আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন নওশাদ সিদ্দিকী। বিচারপতি মান্থারও পর্যবেক্ষণ ছিল, বর্তমান নির্বাচনের পরিবেশে ভাঙড়ের বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তার প্রয়োজন আছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *