nausad
কলকাতা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ মামলায় চরম স্বস্তি পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই মামলায় শর্তসাপেক্ষে তাঁর আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। তবে জামিন নিয়ে শর্ত রাখা হয়েছে। আদালত জানিয়েছে, সপ্তাহে দু’দিন তাঁকে বউবাজার থানায় হাজিরা দিতে হবে। এছাড়া আদালতের নির্দেশ ছাড়া তিনি কোথাও যেতে পারবেন না। বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থসারথী সেন সোমবার এই নির্দেশ দেন।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে সহবাস করার অভিযোগ উঠেছিল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে। তরুণী সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে সহবাস করছেন নওশাদ। তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এমনকি, নওশাদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও তোলেন তিনি। তবে ভাঙড়ের বিধায়কের সঙ্গে কীভাবে ওই তরুণীর পরিচয় হল বা তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে কোনও প্রশ্নের জবাব দেননি৷
তবে মহিলার অভিযোগের ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে ৩৭৬, ৫০৬, ৩৪২, ৪১৭, ৩৪ ধারায় মামলা দায়ের হয়। কলকাতা পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে। এই মামলার আগের শুনানিতে রক্ষাকবচ পেয়েছিলেন নওশাদ সিদ্দিকী। সেই সময় আদালত জানিয়েছিল, নওশাদের বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ করতে পারবে না পুলিশ৷ এই ঘটনায় তাঁর দলের তরফে আগে বলা হয় যে, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ষড়যন্ত্র করে নওশাদকে ফাঁসাতে চেষ্টা করেছে। বিধায়ক নিজেও এমনটা দাবি করেছিলেন।