ভাঙড়ে অশান্তি, মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়েও পেলেন না নওশাদ, ফিরলেন নবান্ন থেকে

ভাঙড়ে অশান্তি, মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়েও পেলেন না নওশাদ, ফিরলেন নবান্ন থেকে

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর মনোনয়ন পর্ব শুরু হতেই উত্তপ্ত হয়েছে ভাঙড়। দফায় দফায় সংঘর্ষ হয়েছে এই এলাকায়। আইএসএফ বড় অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এদিকে উত্তেজনা এখনও পর্যন্ত কমেনি সেখানে উলটে পরিস্থিতি আরও খারাপের দিকেই যাচ্ছে। এই অবস্থায় আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। কিন্তু দুজনের সাক্ষাৎ হয়নি। 

বুধবার দুপুরে নবান্নে ঢুকতে দেখা যায় আইএসএফ বিধায়ককে। একাই ছিলেন তিনি। কিন্তু জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়নি। কিন্তু কেন হল না সাক্ষাৎ? সাংবাদিকদের নওশাদ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন, তাই দেখা করতে পারেননি। যদিও তিনি এটাও জানান, আগে থেকে মুখ্যমন্ত্রীর অফিসে তাঁর আগমনের কথা ইমেল মারফত জানান হয়েছিল। তা সত্ত্বেও আজকের সাক্ষাৎ হল না। ভাঙড়ে আইএসএফ এবং শাসকদল তৃণমূলের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়েছেন। এই সংক্রান্ত ইস্যুতেই আলোচনার জন্য এদিন নবান্নে এসেছিলেন নওশাদ।