কলকাতা: আলিপুরদুয়ারের কুমারগ্রামে আদিবাসী মহিলাকে মারধর করার অভিযোগ উঠেছিল। এবার সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিল জাতীয় মহিলা কমিশন। কুমারগ্রামের ওই আদিবাসী মহিলাদের মাথা ন্যাড়া করে ঘোরানোর অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার পদক্ষেপ নিল মহিলা কমিশন। আগামীকাল দুপুর সাড়ে বারোটায় আলিপুরদুয়ারের এসপিকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কবে করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে ভার্চুয়ালি হাজিরার নির্দেশ দিয়েছে জাতীয় মহিলা কমিশন।
কুমারগ্রামে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে ইতিমধ্যেই ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই মামলার অগ্রগতি কোনদিকে তা জানার জন্যই আলিপুরদুয়ারের এসপিকে তলব করেছে জাতীয় মহিলা কমিশন। জানা গিয়েছে এই ঘটনার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল তাতে নাম রয়েছে আট জনের। অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানতে চায় জাতীয় মহিলা কমিশন। একই সঙ্গে পদক্ষেপ নেওয়ার জন্য কী ব্যবস্থা করা হচ্ছে সেটাও তারা জানতে চেয়েছে।
উল্লেখ্য, চরিত্রহীন অপবাদ দিয়ে আলিপুরদুয়ারের কুমার গ্রামে এক গৃহবধূকে নগ্ন করে, মাথা ন্যাড়া করে মারধরের অভিযোগ ওঠে। বিচারের নামে ওই আদিবাসী মহিলাকে বাড়ি থেকে টেনে বের করে নিয়ে গিয়ে অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই আদিবাসী মহিলা এবং তার জন্যই ঘরছাড়া ছিলেন তিনি। তবে স্বামীর কাছে ফিরে আসায় গণ্ডগোলের সূত্রপাত হয় এলাকায়। দাবি করা হচ্ছে, মহিলার স্বামী ব্যাপারটি মেনে নিলেও এলাকার বেশ কয়েকজন ওই আদিবাসী মহিলাকে নিয়ে আপত্তি তোলেন। পরবর্তী ক্ষেত্রে তাকে অত্যাচারের মত ঘটনা ঘটে।