ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ জাতীয় মানবাধিকার কমিশনের

ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ জাতীয় মানবাধিকার কমিশনের

কলকাতা: রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ গ্রহণ পর্ব শেষ৷ বুধবার কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে রিপোর্ট জমা দিল জাতীয় মানবাধিকার কমিশন৷  ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা৷ এর পরেই জাতীয় মানবাধিকার কমিশনের ৭ সদস্যের একটি দল গঠন করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷  কমিশনের সদস্য রাজীব জৈনের নেতৃত্বে ওই দল রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে হিংসায় ক্ষতিগ্রস্তদের অভিযোগ নথিভুক্ত করে৷ আজ সেই রিপোর্টই জমা পড়ল আদালতে৷ 

আরও পড়ুন- রাজ্যপালের বিধানসভার বক্তৃতায় আবার ‘কোপ’, এবারও হবে না সম্প্রচার

রাজ্যে ভোট পরবর্তী হিংসার মোট কতগুলি অভিযোগ তারা পেয়েছে এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করে তাঁদের উপলব্ধে কী, এই রিপোর্টে তাঁর বিস্তারিত বিবরণ রয়েছে৷ তবে জাতীয় মানবাধিকার কমিশনের এই রিপোর্টে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কোনও তথ্য দেওয়া হয়েছে কিনা, তা নিয়ে জল্পনা চলছে৷ এই টিমে রয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা বুরো (আইবি)-র প্রাক্তন প্রধান রাজীব জৈন। ফলে ভোট পরবর্তী হিংসার কী ছবি গোয়েন্দা নজরে ধরা পড়ল, তা নিয়েও উৎসাহ রয়েছে৷ 

আরও পড়ুন- জ্বালানির দামে আগুন, করোনা কালে বাড়ল অ্যাপ ক্যাবের ভাড়া

অন্যদিকে, গতকালই ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে যাদবপুরে গিয়ে আক্রান্ত হন জাতীয় মানবাধিকর কমিশনের সদস্যরা৷ এই ঘটনার নিন্দা করেন শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, হাইকোর্টের নির্দশে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা এখানে এসেছেন৷ তাঁদের সঙ্গে এই ব্যবহারের নিন্দা করছি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − six =