পেটে মদ, পকেটে কন্ডোম! মত্ত অবস্থায় জলে পড়ে গিয়েছিলেন নরেন্দ্রপুরের ইঞ্জিনিয়ারিং ছাত্র?

পেটে মদ, পকেটে কন্ডোম! মত্ত অবস্থায় জলে পড়ে গিয়েছিলেন নরেন্দ্রপুরের ইঞ্জিনিয়ারিং ছাত্র?

750a042ab4b9ba02922b73d7994b19ef

কলকাতা: নরেন্দ্রপুরের ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় নয়া মোড়৷ ময়নাতদন্তের পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷  গত রবিবার নরেন্দ্রপুরের একটি পুকুর থেকে উদ্ধার হয় ইঞ্জিনিয়ারিং ছাত্র অপ্রতিম দাসের দেহ৷  

সোমবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে আসার পর জানা যাচ্ছে, মৃত ছাত্র অপ্রতিম দাস মত্ত অবস্থায় জলাশয়ে পড়ে গিয়ে থাকতে পারেন। তাঁকে কেউ ধাক্কাও দিতে পারে৷ তবে তাঁর লিভারে মদের নমুনা পেয়েছেন চিকিৎসকরা। দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। পাশাপাশি, ওই পড়ুয়ার প্যান্টের পকেটে মিলেছে একটি কন্ডোমের প্যাকেট৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, দলে ডুবে শ্বাসরোধ হয়েই ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে তিনি জলাশয়ে নিজে থেকেই কোনও ভাবে পড়ে গিয়েছিলেন, নাকি কেউ তাঁকে ঠেলে ফেলে দিয়েছিল, সেটা তদন্তসাপেক্ষ। তাঁর পকেটে কেউ কন্ডোম ঢুকিয়ে দিয়েছিল কিনা, সেটাও খতিয়ে দেখা হবে।

মহামায়াতলার বাসিন্দা ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয় নরেন্দ্রপুরের ঢালিপাড়া এলাকার একটি পুকুর থেকে৷ তিন দিন আগে, বৃহস্পতিবার রাতে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং-এর ওই পড়ুয়া৷ এর পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি৷ ছেলের মৃত্যুর জন্য একে অপরকে দোষারোপ করেন তাঁর বাবা-মা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *