গোলাপ-উত্তরীয় পরিয়ে মোদি স্বাগত ফিরহাদের, রাজ্যপালের অভ্যর্থনা!

গোলাপ-উত্তরীয় পরিয়ে মোদি স্বাগত ফিরহাদের, রাজ্যপালের অভ্যর্থনা!

কলকাতা: নাগরিকত্ব আইন কার্যকর করে এই প্রথম নতুন বছরে বাংলায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ প্রধানমন্ত্রী দু’দিনের বাংলায় পা রেখেছেন৷ কলকাতা বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান রাজ্যপাল৷ গোলাপ-উত্তরীয় পরিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কলকাতা পুরসভার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম৷ ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায়, অর্জুন সিং৷

এদিন, বিমানবন্দরে মোদিকে গোলাপ উপহার দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যপাল৷ এর পরই গোপাল উপহার দিয়ে মোদিকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তৃণমূল নেতা ফিরহাদ হাকিম৷ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে দেখে বেশ আপ্লুত হন মোদি৷ ফিরহাদের হাত ধরে কিছুক্ষণ কুশল বিনিময় করেন৷ এরপর ফিরহাদকে দেখিয়ে প্রধানমন্ত্রীকে কিছু একটা মন্তব্য করেন দিলীপ ঘোষ৷ দিলীপের মন্তব্যের পর হেসে ওঠেন মোদি-ফিরহাদ-দিলীপ৷ এরপর প্রধানমন্ত্রীকে একে একে স্বাগত জানান রাহুল, অর্জুন, মুকুল রায়রা৷

জানা গিয়েছে, আজ রাতে রাজভবনে থাকার কথা ছিল প্রধানমন্ত্রীর৷ কিন্তু, রাজভবনের পরিবর্তে বেলুড় মঠে থাকবেন মোদি৷ বেলুড়ের আন্তর্জাতিক মানের  অতিথি নিবাসে থাকবেন মোদি৷ আগামীকাল স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তী উপলক্ষ্যে সেখানে অনুষ্ঠানে যোগ দেবেন৷ বেলুড়ে করবেন ধ্যান৷ বাংলা ভাষায় টুইট করে মোদি লিখিছেন, (অপরিবর্তিত)‘‘আমি আনন্দিত ও উৎসাহিত যে  আজ এবং আগামী কাল আমি পশ্চিম বঙ্গে কাটাবো। স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী র পবিত্র সময়ে আমার রামকৃষ্ণ মিশনে যাওয়া র সৌভাগ্য হবে। বেলুড় মঠ সর্বদাই একটি বিশিষ্ট জায়গা৷ তবুও, একটা শূন্যতাও থাকবে! যিনি আমাকে ‘জন সেবাই প্রভু সেবা’র মহৎ নীতিটি শিখিয়েছিলেন, সেই শ্রদ্ধেয় স্বামী আত্মস্থানন্দ জি এখন আর নেই। রামকৃষ্ণ মিশনে গিয়ে  তাঁর পবিত্র  সান্নিধ্য না পাওয়াটা  অকল্পনীয়!’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিক্ষোভের শঙ্কায় বদলে গেল মোদির সফর-সূচি, গঙ্গায় রক্ষা!

নাগরিকত্ব আইন বিরোধী বিতর্কের মাঝে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর এই সফর ঘিরে শুরু হয়েছে বিতর্ক৷ ইতিমধ্যেই বাম কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে রেখেছে বাম-কংগ্রেস নেতৃত্ব৷ এবার সেই হুঁশিয়ারিকে মাথায় রেখে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাড়তি তৎপরতা শুরু কর করেছে নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি৷

কলকাতা: নাগরিকত্ব আইন বিরোধী বিতর্কের মাঝে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর এই সফর ঘিরে শুরু হয়েছে বিতর্ক৷ ইতিমধ্যেই বাম কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে রেখেছে বাম-কংগ্রেস নেতৃত্ব৷ এবার সেই হুঁশিয়ারিকে মাথায় রেখে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাড়তি তৎপরতা শুরু কর করেছে নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি৷

জানা গিয়েছে, সড়কপথের বদলে মিলেনিয়াম পার্ক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জলপথে নিয়ে যাওয়া হবে বেলুড়মঠে৷ আগামীকাল ট্রাস্টের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী৷ সড়ক পথে বেলুড়মঠে যাওয়ার কথা থাকলেও তা রাতারাতি বদল ঘটিয়ে প্রধানমন্ত্রীর জন্য আনা হয়েছে বিশাল একটি জলযান৷ গঙ্গাবক্ষে জলযানের মাধ্যমে মিলেনিয়াম পার্কের অনুষ্ঠান শেষ হওয়ার পর বেলুড়মঠে নিয়ে যাওয়া হবে মোদিকে৷

ইতিমধ্যেই জলপথে মোদির সফর ঘিরে গোটা ব্যবস্থাপনা খতিয়ে দেখতে শুরু করেছে নরেন্দ্র মোদির নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি৷ মিলেনিয়াম পার্ক চলে গিয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার দায়িত্বে৷ কোথাও কোনও ত্রুটি না থাকে, তা নিশ্চিত করতে কড়া নজরদারি শুরু হয়েছে৷

সূত্রের খবর, মিলেনিয়াম পার্ক থেকে মোদিকে সড়ক পথে নিয়ে যাওয়ার কথা ছিল বেলুড়মঠে৷ কিন্তু পথে নাগরিকত্ব আইন নিয়ে বিরোধী বিক্ষোভের মুখে পড়ে মোদির নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সেই কারণে জলপথে বেলুড়মঠে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর৷

তবে, মোদির বেলুড়মঠ সফরের রুট পরিবর্তন হওয়ায় বিক্ষোভের কৌশল বদল করেছে বাম কংগ্রেস নেতৃত্ব৷ প্রয়োজনে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে বিক্ষোভ দেখানোর প্রস্তুতি নিতে শুরু করেছে বাম কংগ্রেস নেতৃত্ব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *