ভোটের আগে আরও একটি বন্দে ভারত পেল বাংলা! কোন রুটে চলবে নতুন ট্রেন?

ভোটের আগে আরও একটি বন্দে ভারত পেল বাংলা! কোন রুটে চলবে নতুন ট্রেন?

কলকাতা: লোকসভা ভোটের আগে দশটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস জুড়ল ভারতীয় রেলে। মঙ্গলবার সকালে গুজরাতের আহমেদাবাদ থেকে এই ট্রেনগুলির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এর মধ্যে একটি ট্রেন পেয়েছে বাংলা৷ এএনআই সূত্রে খবর, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে পটনা পর্যন্ত রুটে নতুন একটি বন্দে ভারত চলবে। বিশাখাপত্তনম থেকে চলবে দু’টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস৷ 

এছাড়াও বিশাখাপত্তনম থেকে পুরী এবং বিশাখাপত্তনম থেকে সেকেন্দরাবাদ লাইনে দু’টি নতুন বন্দে ভারত চালানো হবে। এছাড়াও আমদাবাদ-মুম্বই সেন্ট্রাল, মাইসুরু-এমজিআর সেন্ট্রাল (চেন্নাই), পটনা-লখনউ, লখনউ-দেহরাদূন, কালাবুরাগি-স্যর এম বিশ্বেশ্বর টার্মিনাল বেঙ্গালুরু, রাঁচি-বারাণসী এবং খাজুরাহো-দিল্লি (নিজামউদ্দিন) লাইনে মঙ্গলবার আরও আটটি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *