আরামবাগ: আরামবাগের জনসভা থেকে সন্দেশখালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তোপ দাগলেন ইন্ডিয়া জোট নিয়েও৷ নমো বলেন, ইন্ডিয়া গাঁটবন্ধনের নেতারা কোথায়? সন্দেশখালির ঘটনায় তাঁরা গান্ধীজির তিন বাঁদরের মতো মুখ, চোখ, কান বন্ধ করে রেখেছেন কেন? সন্দেশখালিতে যেভাবে নারী নির্যাতন হয়েছে, তা দেখে নারী আন্দোলনের পুরোধা রামমোহন রায়ও কষ্ট পাবেন। যাঁর জন্ম হয়েছিল এই খানাকুলে। বিরোধীের খোঁচা দিয়ে তিনি আরও বলেন, ‘‘এরা পটনা, বেঙ্গালুরু, আর কোথায় কোথায় বসে বৈঠক করেন। অথচ বাম ও কংগ্রেস কি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন? আর কংগ্রেস যা বলেছে, শুনলে চমকে যাবেন। কংগ্রেসের সভাপতির কথায়, বাংলায় এ সব চলতেই থাকে।’’ সেই সঙ্গে সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বদলা নেওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ,’দু মাস ধরে তৃণমূল নেতা পলাতক ছিলেন। এমন কেউ নিশ্চয় ছিল, যিনি সাহায্য করেছিলেন। সাধারণ মানুষের উদ্দেশে মোদীর প্রশ্ন, সন্দেশখালিতে যা হয়েছে, তার বদলা নেবেন তো?
পটনা, বেঙ্গালুরু, আর কোথায় কোথায় এঁরা এক সঙ্গে বসে বৈঠক করেন। অথচ কংগ্রেস এখানকার মুখ্যমন্ত্রীর থেকে জবাব চাওয়ার সাহস করেননি। সন্দেশখালির এই বোনদের মতামত এক বারও দেখা হয়নি। তাঁর কথায়, ‘‘কংগ্রেস যা বলেছে, শুনলে চমকে যাবেন। কংগ্রেসের সভাপতি বলেছেন, বাংলায় এ সব চলতেই থাকে।’’