বেলাগাম করোনা, শুক্রবার বঙ্গ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী

বেলাগাম করোনা, শুক্রবার বঙ্গ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: রাজ্যে ভয়াবহ করোনা পরিস্থিতির জেরে এবার বঙ্গ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বৃহস্পতিবার বিকেলে নিজেই টুইট করে সে কথা জানান নমো৷ প্রসঙ্গত, শুক্রবার রাজ্যে মোট চারটি সভা করার কথা ছিল তাঁর৷ 

আরও পড়ুন- ৫ মে থেকে ১৮ ঊর্ধ্ব সকলকে বিনামূল্যে টিকা, তপনের সভা থেকে ঘোষণা মমতার

করোনা পরিস্থিতির জেরে ২২ ও ২৪ এপ্রিলের বদলে ২৩ এপ্রিল একদিনে চারটি সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। ঠিক ছিল মালদহ, বহরমপুর, সিউড়ি ও কলকাতার শহিদ মিনার ময়দানে জনসভা করবেন তিনি৷ কিন্তু সারা দেশে বেলাগাম করোনা পরিস্থিতির জেরে শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন নমো৷ আর ঠিক সেই কারণেই বাংলায় আসতে পারবেন না তিনি৷ উল্লেখ্য করোনা সংক্রমণের জেরে প্রচারে কাটছাঁট করেছে প্রায় সবকটি রাজনৈতিক দল৷ প্রথম পথ দেখায় সিপিএম৷ পরে সেই পথে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ 

এদিকে রাজ্যে লাগাতার জনসভা করায় বারবার তৃণমূলের নিশানায় পড়তে হচ্ছিল মোদী-অমিত শাহকে৷ তাঁদের জন্যই আরও বেশি করে রাজ্যে সংক্রমণ ছড়াচ্ছে বলেও তোপ দাগেন তিনি৷ এবার বিজেপি পাল্টা জবাবে বলতে পারবে, একটি রাজ্যের চেয়ে গোটা দেশকেই গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী৷ উল্লেখ্য, করোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ করা যায়, সে বিষয়ে পর্যালোচনা করতে আগামীকাল উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 1 =