কলকাতা: করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাজ্যে এখনও পর্যন্ত বেশ কিছু নিষেধাজ্ঞা জারি রয়েছে। সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে নাইট কার্ফুতে। কিন্তু একাধিক পরিষেবা চালু হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার। এখনো পর্যন্ত চলছে অনলাইন ক্লাস কিন্তু আগের মত স্কুল এবং কলেজ, বিশ্ববিদ্যালয়ে কবে থেকে ক্লাস শুরু হবে সে ব্যাপারে ঘোষণা করা হচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি তুলে যাদবপুরের রাস্তায় পড়ুয়াদের পড়াচ্ছেন অধ্যাপিকা তথা সিপিএম নেত্রী নন্দিনী মুখোপাধ্যায়।
রাস্তার একধারে ব্যারিকেডের পাশে পড়ুয়ারা বসে রয়েছে এবং তাদের সামনে দাঁড়িয়ে মাইক ব্যবহার করে তাদের পড়াচ্ছেন অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায়। তাঁর স্পষ্ট কথা, একে একে একাধিক পরিষেবা চালু হয়ে গিয়েছে রাজ্যে। সিনেমা হল থেকে শুরু করে রেস্তোরাঁ খুলে গিয়েছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো রকম উদ্যোগ নিচ্ছে না রাজ্য সরকার। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলি স্যানিটাইজ করা, পড়ুয়াদের টিকাকরণ সম্পর্কে ওয়াকিবহাল থাকা, এমন কোনোরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে। তার প্রতিবাদেই এভাবে রাস্তায় পড়ুয়ারা পড়াশোনা করার উদ্যোগ নিয়েছেন এবং তাদের পূর্ণ সমর্থন করে তাদের পাশে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায়। যদিও কিছুদিন আগেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে পুজোর পরে একদিন অন্তর স্কুল, কলেজ খোলার ব্যাপারে ভাবনা চিন্তা করছে সরকার। যদিও তিনি এই ব্যাপারে কোনো রকম নিশ্চয়তা দেয়নি এখনও পর্যন্ত।
আরও পড়ুন- ফ্রন্টলাইন ওয়ার্কাররা ক্ষতিপূরণ পেল না কেন? রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের
মমতা জানান, পুজোর পরে একদিন অন্তর স্কুল খোলা নিয়ে চিন্তা, ভাবনা চলছে। সবকিছু ঠিক থাকলে হয়তো সেই ভাবেই স্কুল খুলবে রাজ্যে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও সাংবাদিকদের জানান যে, রাজ্য সরকার স্কুল-কলেজ খোলা নিয়ে চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে। এর পাশাপাশি তিনি আরও বলেন, গত বছর কোভিড বিধি ভাল ভাবে প্রয়োগ করা হয়েছে। তেমনই নিয়ম এ বারও জারি থাকবে আশা।