আলাদা নজর হলদিয়ায়, ভাগ্য নির্ধারিত হবে মমতা-শুভেন্দুর

আলাদা নজর হলদিয়ায়, ভাগ্য নির্ধারিত হবে মমতা-শুভেন্দুর

কলকাতা: রাজ্যের বিধানসভা নির্বাচনের ২৯৪ টি আসনের মধ্যে ২৯২ টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা পর্ব আজ, ২ মে। তবে প্রত্যেক রাজনৈতিক দল তথা রাজ্যবাসী  আলাদা ভাবে তাকিয়ে হলদিয়ার দিকে। কেন না, হলদিয়ার গভর্নমেন্ট স্পন্সর্ড হাইস্কুলে রয়েছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোট গণনা। যেখানে প্রার্থী হিসেবে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল থেকেই হাইস্কুল সংলগ্ন মাঠে ব্যস্ততা লক্ষ করা যায়। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় পেরিয়েই প্রবেশ করতে পারছেন ভোট কর্মীরা। রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন? শেষ হাসি হাসবে কোন দল, তা জানার পালা৷ আর কিছুক্ষণের মধ্যেই  শুরু হবে ভোট গণনা৷ খোলা হবে ইভিএম৷ গণনা হবে পোস্টাল ব্যালট৷ সেই সঙ্গে নির্ধারিত হবে প্রার্থীদের ভাগ্য৷

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি যে ফল করেছিল তা অবশ্যই ছিল অপ্রত্যাশিত। ভালো করে বলা যায় সেই নির্বাচনের ফল বিজেপিকে চরম আত্মবিশ্বাস দিয়েছে ২০২১ বিধানসভা নির্বাচনের জন্য। সেই ফলাফলের ওপর ভর করেই বিজেপি স্লোগান তুলেছিল, ‘অব কী বার, ২০০ পার।” নজিরবিহীনভাবে বাংলায় ৮ দফা নির্বাচন সম্পন্ন হয়ে আজ ভোটের ফলাফল। তাই আজকের ফলাফল কী হতে চলেছে তা জানার জন্য উদ্বেগ আকাশ ছোঁয়া। অবশেষে ভাঙা পায়ে খেলা হল, নাকি খেলা শেষে এল আসল পরিবর্তন, জানা যাবে আজ। পাঁচ বছর আগে ২০১৬ সালের বিধানসভা ভোটে বিজেপি রাজ্যে মাত্র তিনটি আসনে জয় পেয়েছিল। কিন্তু ২০১৯ সালের লোকসভা ভোটে সেই বিজেপি-ই ১৮টি আসন দখল করে। তখন থেকেই বিজেপি স্লোগান তুলেছিল, ”১৯-এ হাফ, ২১-এ সাফ”। এবার এটাই দেখার আদতে বাংলার মানুষ কাকে হাফ বা সাফ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =