তমলুক: ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ বাংলার রাজনীতিতে কম হয়নি৷ করোনা ও আমফানে ত্রাণ বিলিতে দুর্নীতির অভিযোগ উঠেছে সরাসরি শাসকদল তৃণমূলের বিরুদ্ধে৷ এতদিন বিরোধীদের মুখে ছিল তৃণমূলে ত্রাণ দুর্নীতির অভিযোগ৷ এবার খোদ শাসক দলের নেতা খোলা মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের দুর্নীতি কবুল করলেন৷ শুধু যে স্বীকার করলেন তাই নয়, ত্রাণ নিয়ে কীভাবে লুট চলছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নন্দীগ্রাম জমি আন্দোলনের অন্যতম তৃণমূল নেতা আবু তাহের৷
আরও পড়ুন- পুজোর আগেই বড় উপহার, দক্ষিণেশ্বর থেকে নিউ গরিয়া ছুটবে মেট্রো
নন্দীগ্রামে বারবার ক্ষতিপূরণ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে৷ এবার দলের অন্দরে ত্রাণ দুর্নীতি নিয়ে সরব হয়েছেন খোদ নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের৷ ঘূর্ণিঝড়ে যত না মানুষের ক্ষতি হয়েছে, তার থেকে বেশি ক্ষতি হয়েছে দলের৷ তৃণমূল কর্মীরা যদি সব কিছু ভাগ করে নেন, তাহলে সাধারণ মানুষ কী পাবে? ক্ষতিপূরণের তালিকায় আত্মীয়দের নাম ঢোকানো হয়েছে৷ অন্যায় ভাবে টাকা তুলেছেন পঞ্চায়েতে সদস্যরা৷ দলের একাংশ বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা আবু তাহের৷
আরও পড়ুন- মিডিয়ার দয়া প্রয়োজন হয় না বিজেপির! সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিদ্রোহ দিলীপ ঘোষের
আরও পড়ুন- অনলাইনে ভর্তি হলেও শিক্ষকদের হাজিরার নির্দেশ, শুরু জলঘোলা
প্রকাশ্য জনসভায় থেকে আবু তাহেরের বক্তব্য, আমফান ঝড়ে সাধারণ মানুষের যতনে ক্ষতি হয়েছে, আমাদের অঞ্চলে গরিব মানুষের থেকে দলের বেশি ক্ষতি হয়েছে৷ কী ক্ষতি করেছে? আত্মীয় পরিজনদের তালিকায় নাম ঢুকিয়ে দিয়েছে৷ এরকম ঘটনা ইতিমধ্যে আমি কোথাও দেখিনি৷ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের ঘরবাড়ি তো ভেঙেছে, কিন্তু, ক্ষতিপূরণের টাকায় আত্মীয়দের নাম তুলে দেওয়া হয়েছে৷ আমরা যদি সবাই এভাবে ভাগ করে নিই নিজেরা মিলে, তাহলে সাধারণ মানুষ পাবেন কী? বুথ সভাপতি, অফিসে যারা কাজ করে, বসাই নিজের পরিবারে নাম ছয়লাপ করে দিয়েছে৷’’
আরও পড়ুন- পেনশন পাননি শিক্ষক, প্রধান শিক্ষক-পরিদর্শকের বেতন বন্ধের হুঁশিয়ারি হাইকোর্টের
তৃণমূল নেতার এই দাবির পর কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি৷ বিজেপি তরফে জানানো হয়েছে, আবু তাহেরের বক্তব্য শুনে ভালো লাগলছে৷ তিনি বিরোধীদের সুরে সুর মিলিয়েছেন৷ প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্থরা ক্ষতিপূরণ পায়নি, তৃণমূলের নেতাকর্মীরা ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করেছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব৷