কলকাতা: গোটা বাংলায় তৃণমূল কংগ্রেসের ফিরে আসার ইঙ্গিত মিললেও নন্দীগ্রামে এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানকার তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকদের আশা রাখছেন যে শেষ পর্যন্ত তিনি জিতবেন। তাদের মূল বক্তব্য, আপাতত পিছিয়ে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই জিতবেন কারণ এখনো পর্যন্ত নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে গণনা শেষ হয়েছে। ১ নম্বর ব্লকে এখনো গণনা শুরু হয়নি। সেখানের গণনা শুরু হলেই খেলা বদলে যাবে নন্দীগ্রামে বলে দাবি করছে তারা।
আপাতত যে দিকে হাওয়া বইছে তাতে একটা বিষয় স্পষ্ট যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। আসনের ব্যবধান কিছুটা কমলেও বিজেপি যে ক্ষমতা থেকে অনেক দূরে তা স্পষ্ট করেই বোঝা যাচ্ছে। সেই প্রেক্ষিতে ইতিমধ্যেই ফাঁকা হতে শুরু করেছে রাজ্য বিজেপির দফতর। ভিড় বাড়তে শুরু করেছে কালীঘাটে। দলের এবং নিজের জয় নিয়ে চূড়ান্ত আশাবাদী তিনি। ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সময় গড়ালে তিনি ঠিক এগিয়ে যাবেন। একইসঙ্গে তিনি আশা রাখছেন, দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেস।